সিরিয়ার দুই শহরে ইসরায়েলি বিমান হামলা, নিহত ১
সিরিয়ার রাজধানী দামেস্ক ও হোমস শহরে ইসরায়েলি বিমান হামলায় এক সৈন্য নিহত এবং আরও সাতজন আহত হয়েছেন। সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানার বরাতে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।
বৃহস্পতিবার (২৪ অক্টোবর) ইসরায়েলি যুদ্ধবিমানগুলো দামেস্কের কেন্দ্রস্থলে কাফর সাউসা এলাকার একটি আবাসিক ভবন লক্ষ্য করে হামলা চালায়। এর কিছুক্ষণ পর হোমস প্রদেশের একটি সামরিক স্থাপনাতেও হামলার খবর পাওয়া যায়। তবে হতাহতরা ঠিক কোন হামলার শিকার হয়েছেন, তা এখনো নিশ্চিত নয়।
সিরিয়া থেকে ইসরায়েলের বিরুদ্ধে হামলার জবাবে এসব হামলা চালানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে ইসরায়েল সাধারণত এ ধরনের অভিযানের দায় স্বীকার করে না। সম্প্রতি গাজা ও লেবাননের সঙ্গে চলমান যুদ্ধের মধ্যে সিরিয়ায় ইসরায়েলি হামলার মাত্রা বেড়েছে।
আরও পড়ুন>>
- সিরিয়ায় ‘অজ্ঞাত’ বাহিনীর বিমান হামলায় ইরানপন্থি ১২ যোদ্ধা নিহত
- সিরিয়ায় ইসরায়েলি হামলায় তিন বেসামরিক নাগরিক নিহত
- সিরিয়ায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১৪
এর আগে, গত সোমবার দামেস্কে একটি গাড়িতে চালানো ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলায় দুই ব্যক্তি নিহত হন, যাদের মধ্যে একজন হিজবুল্লাহ কমান্ডার ছিলেন বলে দাবি করেছে ইসরায়েলি সামরিক বাহিনী।
ইসরায়েল দীর্ঘদিন ধরে সিরিয়ার অভ্যন্তরে লক্ষ্যবস্তুতে হামলা চালিয়ে আসছে। কিন্তু বর্তমানে মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতির কারণে এসব হামলা আরও জোরদার হয়েছে।
এদিকে, লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণাঞ্চলীয় উপশহরগুলোতে রাতভর তাণ্ডব চালিয়েছে ইসরায়েলি বাহিনী। স্থানীয় সময় রাত ৯টা থেকে শুরু হওয়া এ হামলায় অন্তত ১৭ বার আঘাত হানা হয়। বিশেষ করে, হরাত হরেইক ও লাইলাকি অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে।
সাধারণত, ইসরায়েলি বাহিনী সামাজিক যোগাযোগমাধ্যমে হামলার আগে সতর্কবার্তা প্রদান করে, যাতে স্থানীয় বাসিন্দারা স্থানত্যাগ করতে পারে। তবে বুধবার রাতের প্রথম তিনটি হামলার ক্ষেত্রে কোনো পূর্বাভাস বা সতর্কতা দেওয়া হয়নি।
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, বৈরুতে রাতভর ইসরায়েলের হামলায় অন্তত একজন নিহত এবং পাঁচজন আহত হয়েছেন।
কেএএ/