হিজবুল্লাহর ড্রোন হামলা

নেতানিয়াহুর বেডরুমের জানালা ক্ষতিগ্রস্ত

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৮:১০ পিএম, ২২ অক্টোবর ২০২৪

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জাবিন নেতানিয়াহুর তেল আবিবের সিজারিয়ায় অবস্থিত বাড়িতে গত শনিবার হামলা চালায় লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ। এতে প্রাথমিকভাবে কোনো তথ্য না জানানো হলেও এখন বলা হচ্ছে ওই হামলায় নেতানিয়াহুর বেডরুমের জানালা ক্ষতিগ্রস্ত হয়েছে।

একটি প্রকাশিত ছবিতে দেখা গেছে, লেবানন থেকে ছোড়া ড্রোনে বাড়িটি ক্ষতিগ্রস্ত হয়েছে।

বিস্ফোরণে বেডরুমের জানালার কাঁচ ফাটে গেলেও টেম্পারড গ্লাস ও অন্যান্য সুরক্ষার কারণে বেশি ক্ষয়ক্ষতি হয়নি।

তাছাড়া ওই হামলার সময় নেতানিয়াহু বা তার পরিবারের কেউ সেখানে উপস্থিত ছিলেন না। হামলার ঘটনায় কেউ হতাহতও হয়নি।

ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছিল, শনিবার লেবানন থেকে তিনটি ড্রোন ইসরায়েলের দিকে আঘাত হেনেছে। এর মধ্যে দুটি ড্রোন ভূপাতিত করা সম্ভব হয়।

নিজ বাড়িতে হামলার পরপরই নেতানিয়াহু বলেছিলেন, যারা আমাকে ও আমার স্ত্রীকে হত্যা করতে চেয়েছে তারা বড় ভুল করেছে।

এই হামলা করে কেউ যুদ্ধ বন্ধ করতে পারবে না বলে হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, যারা ইসরায়েলের ক্ষতি করার চেষ্টা করবে তাদের মূল্য দিতে হবে।

সূত্র: টাইমস অব ইসরায়েল

এমএসএম

 

 

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।