মিয়ানমার উপকূলে নৌকাডুবি, ১১ মরদেহ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৪:৫২ পিএম, ২১ অক্টোবর ২০২৪
ছবি: এএফপি (ফাইল)

মিয়ানমারের দক্ষিণ উপকূলে নৌকাডুবির ঘটনায় অন্তত ১১ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ডুবে যাওয়ার আগে নৌকাটিতে ৩০ জন ছিলেন। বাকিরা এখনো নিখোঁজ রয়েছেন।

দক্ষিণ তানিনথারি অঞ্চলের কিয়াউক কার গ্রামের এক সন্ন্যাসী বলেছেন, গত রাতে ও আজ সকালে আমরা ১০টি মরদেহ পেয়েছি।

নাম প্রকাশ না করার অনুরোধে তিনি বলেন, নৌকাটিতে অধিকাংশই শিক্ষার্থী ছিল। তারা দুই সপ্তাহের বিরতির পরে গ্রাম থেকে মাইক শহরে ফিরছিল।

তিনি আরও বলেন, স্থানীয় সময় রাত নয়টার দিকে নৌকাটি গ্রাম থেকে ছেড়ে যায়। বেশি যাত্রীর কারণেই এটি ডুবে গেছে।

সন্ন্যাসী বলেন, গ্রামবাসী মৃতদের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করেছেন। নিখোঁজদের সন্ধানে তল্লাসী চলছে বলেও জানান তিনি।

নৌকাডুবি মিয়ানমারে সাধারণ ঘটনা। এটি দেশটিতে একটি গুরুত্বপূর্ণ বাহন। তবে নিরাপত্তার বিষয়গুলো পর্যবেক্ষণ করা হয় না।

সূত্র: এএফপি

এমএসএম

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।