হ্যারিসের প্রচারণায় গিয়ে ট্রাম্পের যোগ্যতা নিয়ে প্রশ্ন ওবামার

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৩:২৯ পিএম, ১৯ অক্টোবর ২০২৪
ফাইল ছবি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিসের প্রচারণায় গিয়ে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। সুইয়িং স্টেট অ্যারিজনায় তিনি এই প্রচারণা চালান।

টুকসন শহরের সমাবেশে ওবামা মূলত দ্বিতীয় মেয়াদে ট্রাম্পের প্রার্থিতা নিয়ে সমালোচনা করেন।

ট্রাম্পের ইনটেশন ছাড়াও তার যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে ওবামা বলেন, তাকে কী সম্প্রতি দেখেছেন? তিনি দুই থেকে আড়াই ঘণ্টা বক্তব্য দিচ্ছেন। কিন্তু আপনাদের কোনো ধারণাই নেই ট্রাম্প কোন বিষয়ে কথা বলছেন।

ডেমোক্র্যাটদের প্রশ্ন দ্বিতীয়বারের মতো হোয়াইট হাউজের দায়িত্ব নেওয়ার মতো বয়স ও মানসিক অবস্থা ট্রাম্পের আছে কি না।

এদিকে জর্জিয়ায় মঙ্গলবার দুই লাখ ৫২ হাজার ভোটদাতা আর্লি ব্যালটের সুবিধা নিয়ে প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দিলেন। গতবার এক লাখ ৩৬ হাজার ভোটদাতা এই আর্লি ব্যালটের দিন ভোট দিয়েছিলেন।

এর আগে প্রেসিডেন্ট নির্বাচন থেকে সরে দাঁড়ান বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন। ট্রাম্পের সঙ্গে বিতর্কের পর প্রশ্ন উঠেছিল তার বয়স নিয়ে। পরে ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে সমর্থন দিয়ে সরে দাঁড়ান তিনি।

সূত্র: আল-জাজিরা

এমএসএম

 

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।