এবার জর্ডান-মিশর-তুরস্ক সফরে যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১১:১২ এএম, ১৬ অক্টোবর ২০২৪

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগছি এবার জর্ডান, মিশর ও তুরস্ক সফরে যাচ্ছেন। গণহত্যা, নৃশংসতা ও আগ্রাসন বন্ধে কূটনৈতিক সাফল্য পেতেই তিনি আঞ্চলিক দেশগুলোতে সফর করছেন। ইরানের পররাষ্ট্রমন্ত্রণালয়ের এক মুখপাত্র এ তথ্য জানিয়েছেন।

মূলত গাজায় ইসরায়েলি যুদ্ধের কারণে ইরানের শীর্ষ কূটনীতিক আঞ্চলিক সফরে গুরুত্ব দিচ্ছেন। এর আগে তিনি ইরাক, লেবান, ওমান, সিরিয়া ও সৌদি আরবে সফর করেছেন।

এদিকে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের প্রধান কমান্ডারের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল ইব্রাহিম জাব্বারী বলেছেন, যুক্তরাষ্ট্রের সহায়তায় ইসরায়েলি যেকোনো ধরনের হামলার জবাব দেওয়া হবে।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম প্রেসটিভিকে জাব্বারী বলেন, আমেরিকানদের জানা উচিত যে তারা যদি একদিন যুদ্ধক্ষেত্রে প্রবেশ করে ও ইরানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চায় তবে তাদের ঘাঁটি, স্বার্থ ও জাহাজ আমাদের অস্ত্রের নাগালের মধ্যে থাকবে।

তিনি বলেন, প্রতিরোধ বাহিনী, মুসলিম বিশ্ব ও আমাদের মোকাবিলা করতে যুক্তরাষ্ট্র মোটেও প্রস্তুত নয়। এ ধরনের কর্মকাণ্ডে যুক্তরাষ্ট্রের অংশগ্রহণের সম্ভাবনা নেই বলেও মনে করেন তিনি।

অন্যদিকে গাজায় ইসরায়েলি হামলায় মোট নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪২ হাজার ৩৪৪ জনে। আহত হয়েছেন ৯৯ হাজার ১৩ জন।

সূত্র: আল-জাজিরা

এমএসএম

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।