ইসরায়েলে এলোপাতাড়ি গুলিতে নিহত ১

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৫:২১ পিএম, ১৫ অক্টোবর ২০২৪
তেল আবিবে কর্তব্যরত ইসরায়েলি পুলিশ। ফাইল ছবি: এএফপি

দক্ষিণ ইসরায়েলের আশদোদ শহরের কাছে মঙ্গলবার (১৫ অক্টোবর) এলোপাতাড়ি গুলিতে একজন নিহত এবং একজন আহত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় হাসপাতাল।

আশদোদের আসুতা হাসপাতালের এক বিবৃতিতে বলা হয়, কিছুক্ষণ আগে রুট ৪-এর গুলির ঘটনায় আহত দুই ব্যক্তিকে হাসপাতালে আনা হয়। এর মধ্যে একজন রোগী হাসপাতালে আসার পথেই মারা গেছেন।

ইসরায়েলি পুলিশ জানিয়েছে, ইয়াভনে দক্ষিণ ইন্টারচেঞ্জের কাছে গুলির ঘটনার স্থান পর্যবেক্ষণ করছে তারা। এটি ইসরায়েলের বাণিজ্যিক কেন্দ্র তেল আবিবের দক্ষিণে প্রায় ৩০ কিলোমিটার দূরে অবস্থিত।

আরও পড়ুন>>

পুলিশের বিবৃতিতে আরও বলা হয়েছে, ঘটনার প্রেক্ষাপট এখনো তদন্তাধীন। হামলাকারীর উদ্দেশ্য এখনো জানা যায়নি।

এর আগে, গত সপ্তাহে ইসরায়েলের হাদেরা শহরের চারটি স্থানে ছুরি হামলায় একজন নিহত এবং পাঁচজন আহত হন। ওই ঘটনার পর হামলাকারীকে ‘নিষ্ক্রিয়’ করার কথা জানায় ইসরায়েলি পুলিশ।

ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস সেই হামলার প্রশংসা করে এটিকে একটি ‘বীরত্বপূর্ণ ছুরিকাঘাত অভিযান’ বলে উল্লেখ করে।

তার আগে তেল আবিবে গুলি ও ছুরিকাঘাতে সাতজন নিহত হন, যার দায় স্বীকার করে হামাস।

গত ৭ অক্টোবর ইসরায়েলে আচমকা হামলা চালায় ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠী হামাস। এরপর থেকে অবরুদ্ধ গাজা উপত্যকায় বর্বরোচিত তাণ্ডব চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। তাদের হামলায় গত এক বছরে ৪২ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই নারী ও শিশু।

এছাড়া, সম্প্রতি লেবাননেও প্রায় একই ধরনের নারকীয় হামলা শুরু করেছে ইসরায়েল। এর জবাবে ইসরায়েলে পাল্টা হামলা অব্যাহত রেখেছে ইরান-সমর্থিত লেবানিজ গোষ্ঠী হিজবুল্লাহ।

সূত্র: এএফপি
কেএএ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।