ইসরায়েলে আরও হামলার হুমকি হিজবুল্লাহর

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৬:৩৩ পিএম, ১৪ অক্টোবর ২০২৪
শুক্রবার (১১ অক্টোবর) আয়রন ডোমের সাহায্যে লেবানন থেকে ছোড়া দুই ড্রোন ধ্বংস করছে ইসরায়েল/ ছবি: এএফপি

ইসরায়েলে আরও হামলা করার হুমকি দিয়েছে লেবাননের ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। সংগঠনটি বলেছে, ইসরায়েলি বাহিনী লেবাননে তাদের হামলা অব্যাহত রাখলে, তারাও ইসরায়েলে আরও হামলা চালাবে।

ফরাসি বার্তাসংস্থা এএফপি জানিয়েছে, রোববার (১৩ অক্টোবর) ইসরায়েলের হাইফার কাছে একটি সেনা ঘাঁটিতে ড্রোন হামলা চালিয়ে চার ইসরায়েলি সেনাকে হত্যা করেছে হিজবুল্লাহ। এ হামলায় আহত হয়েছেন অন্তত ৭০ জন। এরপর হিজবুল্লাহ ও ইসরায়েলি বাহিনীর মধ্যে উত্তেজনা আরও তীব্র হয়েছে। এমন পরিস্থিতিতে হিজবুল্লাহ আরও হামলা চালানোর হুমকি দিল।

এক বিবৃতিতে হিজবুল্লাহ বলেছে, রোববারের হামলার জবাবে ইসরায়েল যদি লেবাননে হামলা চালায়, তবে আমরাও ইসরায়েলে আরও হামলা চালাবো।

হিজবুল্লাহ দাবি করেছে, তাদের ড্রোনগুলো ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ফাঁকি দিতে পেরেছে। ইসরায়েলি রাডার তাদের শনাক্ত করতে পারেনি। ফলে তারা হাইফার দক্ষিণে বেনইয়ামিনা সেনা ক্যাম্পে নির্বিঘ্নে হামলা করতে পেরেছে। সেনাক্যাম্পের যেখানে বিস্ফোরণ ঘটানো হয়েছে, সেখানে ইসরায়েলি বাহিনীর বেশ কয়েকজন কর্মকর্তা ও সদস্য উপস্থিত ছিলেন।

এদিকে, ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) বলেছে, রোববার হিজবুল্লাহর ড্রোন হামলায় ইসরায়েলের ৪ সেনা নিহত হয়েছেন। এই হামলা ছিল গত ২৩ সেপ্টেম্বরের পর ইসরায়েলি কোনো ঘাঁটিতে হওয়া সবচেয়ে প্রাণঘাতী হামলা।

গত বছরের ৭ অক্টোবর ইসরায়েল ও ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের মধ্যে যুদ্ধ শুরু হয়। এরপর থেকে হাসাসকে সমর্থন দিয়ে ইসরায়েরে মাঝে মাঝে হামলা করতে শুরু করে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। সম্প্রতি হিজবুল্লাহ দমনে লেবাননে জোরালো অভিযান শুরু করেছে ইসরায়েল।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, গত এক বছরে বৈরুতে ইসরায়েলি হামলায় ২ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১০ হাজার ৩৮০ জন।

সূত্র: এএফপি

এসএএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।