ভারতে দুর্গাপূজার প্যান্ডেল লক্ষ্য করে গুলি

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৫:৪৫ পিএম, ১৩ অক্টোবর ২০২৪

ভারতের বিহারে দুর্গাপূজার প্যান্ডেল লক্ষ্য করে গুলির ঘটনা ঘটেছে। নির্বিচারে চালানো গুলিতে অন্তত চারজন আহত হয়েছেন।

জানা গেছে, হামলাকারীরা মোটরসাইকেলে করে ঘটনাস্থলে আসেন ও গুলি করে পালিয়ে যান। প্রত্যক্ষদর্শীরা এ তথ্য জানিয়েছেন। সেখান থেকে দুটি বুলেট উদ্ধার করেছে পুলিশ।

আহতরা হলেন আরমান আনসারী (১৯), সুনিল কুমার যাদব (২৬), রোশান কুমার (২৫) ও সিপাহী কুমার। আরমান আনসারীর পিঠে, সুনিলের বাপ হাতে, রোশানের ডান হাঁটুর নিচে ও সিপাহীর কোমরে গুলি লেগেছে।

চিকিৎসার জন্য তাদের কাছের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

হাসপাতালের ডা. ভিকাশ সিং জানিয়েছেন, তাদের মধ্যে দুজনের অস্ত্রোপচার চলছে। তবে তাদের অবস্থা স্থিতিশীল।

হামলার কারণ সম্পর্কে এখনো কোনো তথ্য জানা যায়নি। দায়ীদের ধরতে অভিযান পরিচালনা করছে পুলিশ।

ঘটনার ভয়াবহতার বর্ণনা দিয়ে যাদব বলেন, বন্দুকধারীরা বাইকে করে ঘটনাস্থলে আসেন ও কোনো সতর্কতা ছাড়াই গুলি করা শুরু করেন। উৎসবের মধ্যেই এমন পরিস্থিতিতে স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

সূত্র: এনডিটিভি

এমএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।