ইরানের সঙ্গে সম্পর্ককে ‌‌‌‌‌‌অগ্রাধিকার বললেন পুতিন

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৬:৩৫ পিএম, ১১ অক্টোবর ২০২৪
ফাইল ছবি

ইরানের সঙ্গে সম্পর্ককে মস্কোর জন্য অগ্রাধিকার বলে মন্তব্য করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেসকিয়ানের সঙ্গে কথা বলার পর পুতিন এমন মন্তব্য করেন।

বিশ্বের ঘটনাগুলোতে দুই দেশের একই দৃষ্টিভঙ্গির কথাও উল্লেখ করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট।

তিনি বলেন, ইরানের সঙ্গে সম্পর্ক আমাদের জন্য অগ্রাধিকার। তারা সফলভাবেই অগ্রসর হচ্ছে। আন্তর্জাতিক বিষয়গুলোতে আমরা এক সঙ্গে কাজ করছি। তাছাড়া আন্তর্জাতিক বিষয়গুলোতে আমাদের দৃষ্টিভঙ্গিও প্রায়ই কাছাকাছি।

এদিকে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ইরানের স্থায়ী প্রতিনিধি আমির সাইদ ইরাভানি বলেছেন, আগ্রাসনের জবাব দিতে ও সার্বভৌমত্ব রক্ষায় ইরান সম্পূর্ণ প্রস্তুত।

তিনি বলেন, ইরান যুদ্ধ বা উত্তেজনা চায় না, তবে আন্তর্জাতিক আইন মেনে আত্মরক্ষার অধিকার চর্চা করতে পারে।

সম্প্রতি ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। প্রায় দুইশ ক্ষেপণাস্ত্র দিয়ে এই হামলা চালানো হয়। তবে এর জবাব দিতে মরিয়া ইসরায়েল। যেকেনো সময় তেহরানে প্রতিশোধমূলক হামলা চালাতে পারে দখলদার বাহিনী।

সূত্র: এএফপি

এমএসএম

 

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।