এক্স বন্ধের কারণ জানালেন পাকিস্তানের তথ্যমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৯:৪০ এএম, ২৮ সেপ্টেম্বর ২০২৪
ফাইল ছবি

পাকিস্তানে দীর্ঘ দিন ধরে বন্ধ রয়েছে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার)। এ নিয়ে চলছে নানা আলোচনা-সামালোচনা। এবার এ বিষয়ে মুখ খুলেছেন দেশটির তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার।

তারার বলেন, বাক স্বাধীনতা বন্ধের জন্য নয়, জাতীয় নিরাপত্তার স্বার্থেই এক্স এর ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

আরও পড়ুন>

ভয়েস অব আমেরিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে মন্ত্রী বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচনের আগেই তত্ত্বাবধায়ক সরকার সামাজিক যোগাযোগমাধ্যটি বন্ধ করেছিল।

বিচ্ছিন্নতাবাদী ও সন্ত্রাসীরা পাকিস্তানের বিরুদ্ধে প্ল্যাটফর্মটি ব্যবহার করছে। যার অনুমোদন দেওয়া হবে না বলেও জানান তারার।

তিনি বলেন, কোনো ধরনের চেক ছাড়াই সন্ত্রাসীরা এক্সে লাইভ কার্যক্রম চালাচ্ছে।

এদিকে জাতিসংঘের ৭৯তম সাধারণ অধিবেশনে ভাষণ দিয়েছেন পাকিস্তানের প্রাধানমন্ত্রী শাহবাজ শরিফ। এতে ভারতসহ বিশ্বের বিভিন্ন ইস্যুতে কথা বলেছেন তিনি। শাহবাজ শরিফ বলেন, ভারতের আগ্রাসনের বিরুদ্ধে পাকিস্তান উপযুক্ত জবাব দেবে।

ভাষণে তিনি ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরকে গাজার পরিস্থিতির সঙ্গে তুলনা করে বলেন, সেখানেও মানুষ স্বাধীনতা ও অধিকারের জন্য সংগ্রাম করছে।

সূত্র: জিও নিউজ

এমএসএম

 

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।