মধ্যপ্রাচ্য ‘সম্পূর্ণ যুদ্ধের’ দ্বারপ্রান্তে: জাতিসংঘে ল্যাভরভ

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৮:৫২ এএম, ২৮ সেপ্টেম্বর ২০২৪
ফাইল ছবি

গাজার পর লেবাননে অব্যাহত প্রাণঘাতী হামলা শুরু করেছে ইসরায়েল। বিশেষ করে লেবাননের রাজধানী বৈরুতের জনবহুল এলাকার আবাসিক ভবনগুলোও ইসরায়েলের হামলা থেকে রেহাই পাচ্ছে না।

এমন পরিস্থিতে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ জাতিসংঘে বলেছেন, মধ্যপ্রাচ্য ‘সম্পূর্ণ যুদ্ধের’ দ্বারপ্রান্তে

মূলত বিশ্ব নেতাদের যুদ্ধবিরতি চুক্তির আহ্বানে সাড়া না দিয়ে লেবাননে অব্যাহত প্রাণঘাতী হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। এতে গত সোমবারের পর লেবাননে সাত শতাধিক নিহত হয়েছেন।

ফিলিস্তিনের প্রধানমন্ত্রী মোহাম্মদ মুস্তফা জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে বলেছেন, ইসরায়েল একটি দুর্বৃত্ত রাষ্ট্র। এটিকে গাজা ও অধিকৃত পশ্চিম তীরে এবং লেবাননের জনগণের বিরুদ্ধে সংঘটিত অপরাধের জন্য জবাবদিহি করতে হবে।

গত ৭ অক্টোবরের পর থেকে গাজায় চালানো হামলায় ৪১ হাজার ৫৩৪ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন ৯৬ হাজার ৯২ জন।

ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানিয়ে পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। সংগঠনটি শুরু থেকেই জানিয়ে আসছে গাজায় যুদ্ধবিরতি কার্যকর না হওয়া পর্যন্ত প্রতিরোধ চলবে।

সূত্র: এএফপি

এমএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।