সৌদি আরবে বৃষ্টি-বজ্রপাতের পূর্বাভাস

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৬:৩৭ পিএম, ২৪ সেপ্টেম্বর ২০২৪
ফাইল ছবি

চলতি মাসের শেষের দিকে সৌদি আরবে তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

আগামী শুক্রবার পর্যন্ত সৌদির কিছু এলাকায় বৃষ্টি ও বজ্রপাত অব্যাহত থাকবে বলেও পূর্বাভাস দেওয়া হয়েছে। এমন পরিস্থিতিতে দেশটির সিভিল ডিফেন্স সার্ভিসের পক্ষ থেকে জনসাধারণকে সতর্ক করা হয়েছে।

বিজ্ঞাপন

এই সময়ের মধ্যে মক্কার পবিত্র অঞ্চল মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতসহ বন্যা, শিলাবৃষ্টি ও ধূলিকণাযুক্ত বাতাস দ্বারা প্রভাবিত হবে বলেও আশঙ্কা করা হচ্ছে।

সৌদি ন্যাশনাল সেন্টার ফর মেটিওরোলজি (এনসিএম) জিজান, আসির, আল বাহা ও মক্কার কিছু অংশে মঙ্গলবার শিলাবৃষ্টি ও ঝোড়ো বাতাসের সঙ্গে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের কথা জানিয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

গ্রীষ্মকালে সৌদি আরব বেশ কয়েকটি তাপপ্রবাহের সম্মুখীন হয়। এ সময় কিছু এলাকায় তাপমাত্রা ৫০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছায়।

জুন মাসে দেশটিতে তীব্র গরমের কারণে গ্রীষ্মের শেষ পর্যন্ত দুটি পবিত্র মসজিদে জুমার নামাজের আগে খুৎবার সময় সংক্ষিপ্ত করার ঘোষণা দিয়েছিল।

সূত্র: গাল্ফ নিউজ

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এমএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।