সিন্ডিকেটেড ঋণ নিল ব্র্যাক ব্যাংক


প্রকাশিত: ০৮:০০ এএম, ২৩ ডিসেম্বর ২০১৪

ক্ষুদ্র ও মাঝারি (এস.এম.ই) অর্থায়ন সম্প্রসারণের লক্ষ্যে নেদারল্যান্ডের ডেভেলপমেন্ট ব্যাংক এফএমও থেকে ৭০ মিলিয়ন ডলার (আনুমানিক ৫৪৬ কোটি টাকা) সিন্ডিকেটেড ঋণ নিয়েছে ব্র্যাক ব্যাংক। যুগান্তকারী এই ঋণ দেশের যে কোন ব্যাংকের জন্য সর্ববৃহৎ আন্তর্জাতিক সিন্ডিকেটেড ঋণ।

এর ফলে পাঁচ বছরের জন্য ব্র্যাক ব্যাংক এস.এম.ই ও কর্পোরেট উদ্যোক্তাদের জরুরি বাণিজ্যিক অর্থায়নে এই ঋণ কাজে লাগাতে পারবে। এর মাধ্যমে নতুন কর্মসংস্থান যেমন সৃষ্টি হবে, তেমনি শহর, উপশহর ও গ্রামীণ এলাকায় অর্থনৈতিক উন্নয়নও ত্বরান্বিত হবে।

দ্যা নেদারল্যান্ডস ডেভেলপমেন্ট ফাইন্যান্স কোম্পানি (এফএমও) ম্যান্ডেটেড লিড এরেঞ্জার হিসেবে এ ঋণ সরবরাহ করেছে। ঋণ দাতাদের মধ্যে এফএমও ১৩.৭ মিলিয়ন মার্কিন প্রদান করে। এছাড়া কয়েকটি আর্থিক প্রতিষ্ঠানের মধ্যে এসিটিআইএএম (৩.৮ মিলিয়ন মার্কিন ডলার), ওএফআইডি (১৫ মিলিয়ন মার্কিন ডলার), ওইবি (১০ মিলিয়ন মার্কিন ডলার), বিআইও (১০ মিলিয়ন মার্কিন ডলার) এবং রেসপনসিবিলিটি (২.৫ মিলিয়ন মার্কিন ডলার) প্রদান করবে। প্রোপারকো ২০১৫ সালে বাড়তি আরও ১৫ মিলিয়ন মার্কিন ডলার প্রদানের অঙ্গীকার করেছে, সবমিলিয়ে মোট ঋণের পরিমাণ হবে ৭০ মিলিয়ন মার্কিন ডলার।

এফএমও-এর প্রধান নির্বাহী কর্মকর্তা ন্যানো ক্লিইটার্প বলেন, নতুন এই ঋণ ব্র্যাক ব্যাংককে তাদের ব্যবসা সম্প্রসারণে সহযোগিতা করবে। এ ব্যবস্থা একইসঙ্গে বাংলাদেশের ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের অর্থায়নের ক্ষেত্র বহুল পরিমাণে বাড়িয়ে দেবে। এর ফলে বাংলাদেশে কর্মসংস্থানের সুযোগ ও অর্থনৈতিক উন্নয়নের সম্ভাবনাও অনেক বেড়ে যাবে।

ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ মাহবুবুর রহমান বলেন, যুগান্তকারী এ ঋণের মাধ্যমে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদেরকে সবধরনের অর্থায়ন সেবা প্রদানের ব্র্যাক ব্যাংকের অঙ্গীকার পুনর্ব্যক্ত হলো। এফএমও-র সঙ্গে আমাদের অংশীদারিত্বের চুক্তি উদ্যোক্তাদের জরুরি বাণিজ্যিক অর্থায়ন সেবা প্রদান করবে এবং তাদের ব্যবসাকে পরবর্তী পর্যায়ে উন্নিত করতে সহায়তা করবে। প্রান্তিক পর্যায়ের উদ্যোক্তাদের আর্থিক সহায়তার উদ্দেশ্যে এই উদ্যোগ এফএমও-র সঙ্গে আমাদের একযোগে কাজের সূচনামাত্র, যার মধ্য দিয়ে বাংলাদেশে ব্যাপক কর্মসংস্থানের ব্যবস্থা হবে।

এই ঋণ ব্র্যাক ব্যাংকের গ্রাহকদের টেকসই আর্থিক সুবিধাদি প্রদানের পাশাপাশি ব্যাংকটির দেশব্যাপী প্রান্তিক এলাকায় বিস্তৃত ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের বিশেষভাবে উপকৃত করবে। ঋণচুক্তির অংশ হিসেবে এফএমও পরিবেশ ও সামাজিক কল্যাণমূলক একশন পরিকল্পনাও বাস্তবায়ন করবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।