ইসরায়েলে ১৪০ রকেট ছোড়ার দাবি হিজবুল্লাহর

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৭:০০ পিএম, ২০ সেপ্টেম্বর ২০২৪
ফাইল ছবি

ইসরায়েলকে লক্ষ্য করে অন্তত ১৪০টি রকেট নিক্ষেপ করেছে লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ। এর আগে দক্ষিণ লেবাননে হামলা চালায় ইসরায়েল।

ইসরায়েলের গণমাধ্যমের খবরে বলা হয়েছে, রকেট হামলার পর বেশ কিছু স্থানে আগুন ধরে যায়, যা নিয়ন্ত্রণে ব্যবহার করা হয় এয়ারক্রাফট।

ইসরায়েলের সেনাবাহিনী জানিয়েছে, উত্তর ইসরায়েলকে লক্ষ্য করে লেবানন থেকে ছোড়া ১৪০ রকেট চিহ্নিত করা হয়েছে।

হিজবুল্লাহ জানিয়েছে, দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলার প্রতিশোধ ও ফিলিস্তিনি জনগণের প্রতি সমর্থন জানিয়ে এই রকেট হামলা চালানো হয়েছে।

সম্প্রতি দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি হামলার সংখ্যা বেড়েছে উল্লেখযোগ্য হারে। আশঙ্কা করা হচ্ছে, তাদের এমন অনড় অবস্থানের কারণে মধ্যপ্রাচ্যে যুদ্ধ ছড়িয়ে পড়তে পারে।

এদিকে গাজার সিভিল ডিফেন্স জানিয়েছে, গাজাজুড়ে ইসরায়েলি হামলায় ১৭ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এনিয়ে গত ৭ অক্টোবরের পর ইসরায়েলের হামলায় মোট ৪১ হাজার ২৭২ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন ৯৫ হাজার ৫৫১ জন।

সূত্র: আল-জাজিরা

এমএসএম

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।