ভিডিও ভাইরাল

ট্রেন উদ্বোধনের সময় ধাক্কাধাক্কি, রেললাইনে পড়ে গেলেন বিজেপি নেতা

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৪:০৬ পিএম, ১৭ সেপ্টেম্বর ২০২৪
ধাক্কাধাক্কিতে নিচে পড়ে যান বিজেপি বিধায়ক। ছবি সংগৃহীত

কিছুক্ষণের মধ্যে উদ্বোধন হবে আগ্রা-বারাণসী রুটের নতুন বন্দে ভারত এক্সপ্রেস। উদ্বোধন করতে প্ল্যাটফর্মে ভিড় করেছেন বিজেপির নেতাকর্মীরা। হঠাৎ পেছন দিকে শুরু হয় ধাক্কাধাক্কি। তাতে তাল সামলাতে না পেরে রেললাইনের ওপর ছিটকে পড়েন বিজেপির একজন নারী বিধায়ক। সেই ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

জানা যায়, গত সোমবার (১৬ সেপ্টেম্বর) ঘটনাটি ঘটেছে উত্তর প্রদেশের ইটাওয়া শহরে। এদিন ধাক্কাধাক্কিতে রেললাইনে পড়ে গিয়েছিলেন সেখানকার বিধায়ক সরিতা বাহদৌরিয়া।

আরও পড়ুন>>

এদিন বিকেলে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভার্চুয়ালি উদ্বোধনের পর আগ্রা থেকে যাত্রা শুরু করে বন্দে ভারত এক্সপ্রেস। মাঝে টুন্ডলায় কিছুক্ষণ বিরতি নিয়ে ইটাওয়া স্টেশনে পৌঁছায় ট্রেনটি। সেখানে আগে থেকেই অপেক্ষা করছিলেন বিজেপিসহ বিভিন্ন দলের নেতাকর্মীরা।

এরপর ট্রেনটি হর্ন বাজিয়ে ফের যাত্রা শুরুর সংকেত দিতেই ধাক্কাধাক্কিতে বিশৃঙ্খল হয়ে ওঠে প্ল্যাটফর্ম। এর মধ্যেই ধাক্কা লেগে ট্রেনের সামনে ছিটকে পড়েন ৬১ বছর বয়সী বিধায়ক।

তবে কপাল ভালো! বড় কোনো দুর্ঘটনা ঘটেনি। তাকে দ্রুত সেখান থেকে সরিয়ে নেন উপস্থিত পুলিশ সদস্যরা।

বিজেপির ইটাওয়া ইউনিটের কোষাধ্যক্ষ সঞ্জীব ভাদৌরিয়া বার্তা সংস্থা পিটিআই’কে বলেন, বিধায়ককে রেললাইন থেকে সরে যেতে সাহায্য করা হয়েছিল। এরপরেও তিনি ট্রেন উদ্বোধনের জন্য প্ল্যাটফর্মে কিছুক্ষণ অপেক্ষা করেন। পরে তিনি চিকিৎসকদের সঙ্গে পরামর্শ করেছেন এবং বর্তমানে বাড়িতে বিশ্রাম নিচ্ছেন। তার দৃশ্যমান কোনো শারীরিক আঘাত নেই। যদি অভ্যন্তরীণ কোনো আঘাত থেকে থাকে, সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি।

সূত্র: এনডিটিভি
কেএএ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।