ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে ৮ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৯:১২ পিএম, ১৫ সেপ্টেম্বর ২০২৪
টহল দিচ্ছে ফ্রান্সের সীমান্ত পুলিশ, ছবি: এএফপি (ফাইল)

ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে ফের ৮ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হয়েছে। রোববার (১৫ সেপ্টেম্বর) ফ্রান্সের পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে।

চ্যানেলে অভিবাসনপ্রত্যাশীদের বহনকারী নৌকাটি বিপদে পড়ার পরই উদ্ধার কর্মীদের সতর্ক করা হয়। রাবারের নৌকাটিতে প্রায় ৬০ জন ছিলেন। এতে ইরিত্রিয়া, সুদান, সিরিয়া ও ইরানসহ বেশি কয়েকটি দেশের নাগরিকরা ছিলেন।

জরুরি সার্ভিসের সদস্যরা ৫৩ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়েছেন। পরে তাদের মধ্য থেকে ছয়জনকে হাসপাতালে নেওয়া হয়।

মাত্র দুই সপ্তাহ আগে চ্যানেলটি পাড়ি দিতে গিয়ে ১২ জনের মতো প্রাণ হারাণ। তাদের মধ্যে ছিলো ৬ শিশু ও একজন গর্ভবতী নারী।

যুক্তরাজ্য সরকারের একজন মুখপাত্র সর্বশেষ ঘটনাটি নিশ্চিত করেছেন ও বলেছেন, ফরাসি কর্তৃপক্ষ ঘটনাটি দেখছে ও তদন্তের নেতৃত্ব দিচ্ছে।

দেশটির পররাষ্ট্র সচিব ডেভিড ল্যামি বলেছেন, চ্যানেলে আরও প্রাণহানির খবর আতঙ্কের।

সূত্র: বিবিসি

এমএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।