পূর্ব উপকূলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করলো উত্তর কোরিয়া

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৭:২৯ পিএম, ১২ সেপ্টেম্বর ২০২৪
ছবি: এএফপি

উত্তর কোরিয়া পূর্ব উপকূলে স্বল্প পাল্লার কয়েকটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে । দক্ষিণ কোরিয়া ও জাপান এ তথ্য জানিয়েছে।

উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের পারমাণবিক অস্ত্র বাড়ানোর অঙ্গীকারের একদিন পরেই এ ধরনের ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হলো।

দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফ অব স্টাফ বলেছেন, তারা উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ং থেকে উৎক্ষেপণ করা ক্ষেপণাস্ত্র শানাক্ত করেছেন।

এক বিবৃতিতে বলা হয়, আমরা উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের তীব্র নিন্দা জানাই, যা একটি সুস্পষ্ট উসকানি ও কোরীয় উপদ্বীপে শান্তি-স্থিতিশীলতার জন্য হুমকি।

দক্ষিণ কোরিয়া ক্ষেপণাস্ত্রের সংখ্যা বিস্তারিত জানায়নি, তবে জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, অন্তত দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে।

জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা জাহাজ ও বিমানের নিরাপত্তা নিশ্চিত করতে কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন। ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।

সূত্র: আল-জাজিরা

এমএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।