কমলা নাকি ট্রাম্প, কাকে ভোট দেবেন টেইলর সুইফট?

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০১:১২ পিএম, ১১ সেপ্টেম্বর ২০২৪
ফাইল ছবি

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন সামনে রেখে দুই প্রার্থীর টেলিভিশন বিতর্কের পর ডেমোক্র্যাটিক প্রার্থী কমলা হ্যারিসকে ভোট দেওয়ার কথা জানিয়েছেন মার্কিন পপ সংগীত শিল্পী টেইলর সুইফট। কমলা বিশৃঙ্খলার পরিবর্তে শান্তভাবে দেশকে নেতৃত্ব দিতে পারবেন বলেও মন্তব্য করেন এই সংগীত তারকা।

২৮০ মিলিয়ন ফলোয়ারের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এক পোস্টে টেইলর সুইফট বলেন, ৫ নভেম্বরের নির্বাচনে তিনি কমলা হ্যারিসকেই বেছে নেবেন।

বিজ্ঞাপন

আরও পড়ুন>

সুইফট বলেন, ‘আমি ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে কমলা হ্যারিস ও টিম ওয়ালজের জন্য আমার ভোট দেবো। আমি তাদের ভোট দিচ্ছি কারণ সে অধিকারের জন্য লড়াই করে।’

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

স্থানীয় সময় মঙ্গলবার রাত ৯টায় (বাংলাদেশ সময় বুধবার সকাল ৭টা) ফিলাডেলফিয়ায় সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও বর্তমান ভাইস-প্রেসিডেন্ট কমলা হ্যারিসের মধ্যে বিতর্ক শুরু হয়।

টেলিভিশন বিতর্কে গুরুত্ব পায় মূল্যস্ফীতি, গর্ভপাত আইন ও অভিবাসন নীতি। এ সময় ট্রাম্প বিভিন্ন মিথ্যা ষড়যন্ত্রমূলক তত্ত্বের কথা বলেন।

এবিসি নিউজ এবারের এই বিতর্কের আয়োজন করে। এর আগে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বিতর্কে হেরে সরে দাঁড়ান জো বাইডেন। তার পরিবর্তে মনোনয়ন পেয়েছেন হ্যারিস।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

সূত্র: রয়টার্স

এমএসএম

 

বিজ্ঞাপন

 

 

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।