পারমাণবিক অস্ত্র বাড়ানোর অঙ্গীকার কিমের

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৭:৩৮ পিএম, ১০ সেপ্টেম্বর ২০২৪
ফাইল ছবি

শত্রুদের হাত থেকে দেশকে রক্ষায় পারমাণবিক অস্ত্র বাড়ানোর অঙ্গীকার করেছেন উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন।

উন বলেন, যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন আঞ্চলিক সামরিক শক্তির বেপরোয়া আগ্রসরের কারণে বড় হুমকির মুখোমুখি তার দেশ।

কিম বলেন, সে কারণেই সামরিক সক্ষমতা বাড়াতে হচ্ছে উত্তর কোরিয়াকে।

তিনি অঙ্গীকার করে বলেন, পরমাণু বাহিনীসহ রাষ্ট্রের সব সশস্ত্র বাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুত করতে সব ধরনের পদক্ষেপ দ্বিগুণ করা হবে।

পিয়ংইয়ং আরও শক্তিশালী আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের জন্য ডিজাইন করা একটি নতুন প্ল্যাটফর্ম প্রকাশ করার পরে তিনি এই অঙ্গীকার করেন।

সম্প্রতি দক্ষিণ কোরিয়ায় ময়লাভর্তি বেলুন নিক্ষেপ শুরু করেছে উত্তর কোরিয়া। যা নিয়ে দুই দেশের মধ্যে উত্তেজনা বেড়েছে।

মূলত ২০২২ সাল থেকে উত্তর কোরিয়া অস্ত্র পরীক্ষার কার্যক্রমকে উল্লেখযোগ্যহারে ত্বরান্বিত করেছ এবং হুমকি দিয়েছে আসছে যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে হামলা চালানোর।

সূত্র: আল-জাজিরা

এমএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।