বিশ্বের মধ্যে সর্বোচ্চ

চীনের বৈদেশিক মুদ্রার রিজার্ভ কত?

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০২:২৮ পিএম, ০৭ সেপ্টেম্বর ২০২৪

২০১৫ সালের পর চলতি বছরের আগস্টে চীনের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে সর্বোচ্চ হয়েছে। শনিবার (৭ সেপ্টেম্বর) প্রকাশিত দেশটির সরকারি পরিসংখ্যানে এমন চিত্র পাওয়া গেছে।

চীনের বৈদেশিক মুদ্রার রিজার্ভ গত মাসে ৩১ দশমিক ৮ বিলিয়ন ডলার বেড়ে মোট ৩ দশমিক ২৮৮ ট্রিলিয়ন ডলারে দাঁড়িয়েছে, যা বিশ্বের মধ্যে সর্বোচ্চ।

আরও পড়ুন>

তবে চীনের এই বৈদেশিক মুদ্রার রিজার্ভ রয়টার্সের পূর্বাভাস ৩ দশমিক ২৮৯ ট্রিলিয়ন ডলার থেকে সামান্য কম।

জানা গেছে, আগস্টে চীনা মুদ্রা ইউয়ান ডলারের বিপরীতে ১ দশমিক ৯ শতাংশ বেড়েছে। অন্যদিকে অন্যান্য মুদ্রার বিপরীতে মার্কিন ডলার ২ দশমিক ২ শতাংশ দুর্বল হয়েছে।

এদিকে চলতি বছরের আগস্টে টানা চতুর্থ মাসের মতো সোনা কেনা বন্ধ রেখেছে চীনের কেন্দ্রীয় ব্যাংক।

আগস্ট পর্যন্ত দেশটির সোনার রিজার্ভ দাঁড়িয়েছে ৭২ দশমিক ৮ মিলিয়ন ফাইন ট্রয় আউন্স। এর মূল্য জুনের ১৭৬ দশমিক ৬৪ বিলিয়ন ডলার থেকে বেড়ে দাঁড়িয়েছে ১৮২ দশমিক ৯৮ বিলিয়ন ডলারে।

সূত্র: রয়টার্স

এমএসএম

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।