রাশিয়ায় হামলা

দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমোদন চান জেলেনস্কি

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৮:০৬ পিএম, ০৬ সেপ্টেম্বর ২০২৪
ফাইল ছবি

রাশিয়ায় দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমোদন দিতে পশ্চিমা মিত্রদের প্রতি আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। মূলত রাশিয়ার অভ্যন্তরে দূরের লক্ষ্যবস্তুতে হামলা ও মস্কোর ওপর চাপ বাড়াতে এই পদক্ষেপ চান তিনি।

শুক্রবার (৬ সেপ্টেম্বর) তিনি বলেন, শুধু ইউক্রেনের বিভক্ত ভূখণ্ডের জন্য নয়, রাশিয়ার অভ্যন্তরে ব্যবহারের জন্য আমাদের দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র সক্ষমতা দরকার। যাতে রাশিয়া শান্তি আলোচনায় বাধ্য হয়।

তিনি বলেন, রাশিয়ার শহরগুলো এমনকি দেশটির সেনাদের আমাদের বোঝানো উচিত তাদের কি দরকার, শান্তি না কি পুতিনকে।

এদিকে ইউক্রেনকে আরও ২৫০ মিলিয়ন ডলারের সামরিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষমন্ত্রী লয়েড অস্টিন।

২০২২ সালে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে পূর্ণমাত্রায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই কিয়েভকে সামরিক সহায়তা দিয়ে যাচ্ছে পশ্চিমাদেশগুলো। যার নেতৃত্বে রয়েছে যুক্তরাষ্ট্র।

অস্টিন বলেন, এই সহায়তার ফলে ইউক্রেনের সক্ষমতা আরও বাড়বে। তাছাড়া এগুলো দ্রত গতিতেই দেশটির কাছে হস্তান্তর করা হবে।

সূত্র: আল-জাজিরা

এমএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।