জ্বালানি তেলের দাম কমালো পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৫:৪২ পিএম, ০১ সেপ্টেম্বর ২০২৪
ফাইল ছবি

জ্বালানি তেলের দাম কমিয়েছে পাকিস্তানের কেন্দ্রীয় সরকার। শনিবার (৩১ আগস্ট) প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের অনুমোদনের পরই এই ঘোষণা আসে।

সরকারি এক বিবৃতিতে জানানো হয়, ১ সেপ্টেম্বর থেকে আগামী ১৪ দিনের জন্য বর্তমান মূল্য কার্যকর হবে।

পেট্রোলের দাম লিটারপ্রতি ২৬০ দশমিক ৯৬ রুপি থেকে কমিয়ে ২৫৯ দশমিক ১০ রুপি করা হয়েছে।

তাছাড়া হাই স্পিড ডিজেলের দাম লিটারপ্রতি ২৬৬ দশমিক শূন্য ৭ রুপি থেকে কমিয়ে ২৬২ দশমিক ৭৫ রুপি করা হয়েছে।

কেরোসিনের দাম লিটারপ্রতি কমানো হয়েছ ২ দশমিক ৯৭ রুপি ও লাইট ডিজেলের দাম কমানো হয়েছে ২ দশমিক ৯৭ রুপি।

এ নিয়ে পরপর তিনবার জ্বালানি তেলের দাম কমালো পাকিস্তান সরকার। গত ৩০ জুলাইয়ের পর পেট্রোলের দাম ধাপে ধাপে ১৬ দশমিক ৫ রুপি কমানো হয়েছে।

সূত্র: জিও নিউজ

এমএসএম

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।