এসসিও সম্মেলন

মোদীকে আমন্ত্রণ জানিয়েছে পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৭:০৯ পিএম, ২৯ আগস্ট ২০২৪
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র মুমতাজ জাহরা বালোচ

অক্টোবরে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (এসসিও)-র সদস্য দেশগুলোর বৈঠক রয়েছে। এসসিও-র এবারের শীর্ষ সম্মেলন আয়োজিত হচ্ছে পাকিস্তানের ইসলামাবাদে।

বহুপাক্ষিক ওই সম্মেলনে যোগ দেওয়ার জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানিয়েছে পাকিস্তান।

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র মুমতাজ জাহরা বালোচ জানিয়েছেন, ১৫-১৬ অক্টোবর এসসিও সদস্য রাষ্ট্রগুলোর বৈঠক হবে। প্রত্যেক দেশের রাষ্ট্রনেতাকে ওই সম্মেলনের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।

তিনি বলেন, ভারতের প্রধানমন্ত্রী মোদীকেও আমন্ত্রণ পাঠানো হয়েছে। বেশ কিছু দেশ এরই মধ্যে আমন্ত্রণ গ্রহণ করেছে। কোন কোন দেশ নিশ্চিত করেছে, তা পরবর্তী সময়ে জানানো হবে।

এদিকে অক্টোবরে ইসলামাবাদের ওই বৈঠকে মোদী বা ভারতের কোনো প্রতিনিধি থাকবেন কি না, সে বিষয়ে দিল্লি থেকে এখনও পর্যন্ত কিছু জানানো হয়নি। ইসলামাবাদ থেকে আমন্ত্রণ এসেছে কি না, তা নিয়েও দিল্লি থেকে এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া নেই।

তবে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের সদস্য দেশগুলোর শীর্ষনেতাদের বৈঠকে মোদীকে আমন্ত্রণ ইসলামাবাদের ‘আনুষ্ঠানিকতা’ হিসেবেই দেখছেন কূটনৈতিক বিশ্লেষকরা। তাদের মতে, পাকিস্তানের ওই আমন্ত্রণ মোদীর এড়িয়ে যাওয়ার সম্ভাবনাই বেশি।

সূত্র: জিও নিউজ

এমএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।