বিশ্ববাজারে তেলের দাম এখন কত?

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০২:০২ পিএম, ২৮ আগস্ট ২০২৪
বিশ্ববাজারে অস্থিতিশীল তেলের দাম। ফাইল ছবি: এএফপি

বিশ্ববাজারে কয়েকদিন ধরেই অস্থিতিশীল অপরিশোধিত তেলের দাম। গত মঙ্গলবার (২৭ আগস্ট) আন্তর্জাতিক বাজারে তেলের দাম দুই শতাংশ কমতে দেখা গেছে। তবে তার আগের তিনদিনে এর দাম বেড়েছিল প্রায় সাত শতাংশ।

বার্তা সংস্থা রয়টার্সের তথ্যমতে, মঙ্গলবার আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ২ দশমিক ৩ শতাংশ বা ১ দশমিক ৮৮ মার্কিন ডলার কমে ৭৯ দশমিক ৫৫ ডলারে বিক্রি হয়েছে।

আরও পড়ুন>>

একইদিন, যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম কমেছে ২ দশমিক ৪ শতাংশ বা ১ দশমিক ৮৯ ডলার। এদিন তুলনামূলক হালকা এই তেল বিক্রি হয়েছে প্রতি ব্যারেল ৭৫ দশমিক ৫৩ ডলারে।

বাজার বিশ্লেষকরা বলেছেন, যুক্তরাষ্ট্র ও চীনে দুর্বল অর্থনৈতিক প্রবৃদ্ধির কারণে তেলের চাহিদা কমে যেতে পারে। সেই আশঙ্কা থেকেই বিশ্ববাজারে তেলের দাম কমেছে। এছাড়া মধ্যপ্রাচ্যে যুদ্ধের শঙ্কাও তেলের বাজারে প্রভাব ফেলছে।

আরও পড়ুন>>

এ সপ্তাহে ইসরায়েলে কয়েকশ রকেট ছুড়ে হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। পাল্টা হামলা চালিয়েছে ইসরায়েলও। এর ফলে ইসরায়েল-গাজা যুদ্ধ আরও বিস্তৃত হয়ে মধ্যপ্রাচ্যের অন্যান্য অংশেও ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। ইসরায়েলের সঙ্গে লেবাননের যুদ্ধ বাঁধলে সেটি লেবানিজ তেল বাজারে আসতে বাধা সৃষ্টি করতে পারে বলে মনে করা হচ্ছে।

এএনজেডের বিশ্লেষকরা বুধবার এক নোটে বলেছেন, ভূ-রাজনৈতিক ঝুঁকি তেলের বাজারে অনিশ্চয়তা তৈরি করছে।

কেএএ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।