ইউক্রেনের সঙ্গে যুদ্ধ, ঝুঁকিতে পড়েছে রুশ পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৯:১০ এএম, ২৮ আগস্ট ২০২৪
ছবি: এএফপি (ফাইল)

রাশিয়ায় পশ্চিমাঞ্চলের একটি শহরে ঢুকে যুদ্ধ করছে ইউক্রেনীয় বাহিনী। এতে সেখানে থাকা একটি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র ঝুঁকিতে পড়েছে। কারণ কেন্দ্রটি ড্রোন, আর্টিলারি বা ক্ষেপণাস্ত্র থেকে রক্ষার জন্য প্রয়োজনীয় প্রতিরক্ষা ব্যবস্থা নেই। জাতিসংঘের নিউক্লিয়ার ওয়াচডগের প্রধান এ তথ্য জানিয়েছেন।

আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার (আইএইএ) মহাপরিচালক রাফায়েল গ্রসি মঙ্গলবার রাশিয়ার কুরস্ক অঞ্চলের কুর্চাটোভ শহরের বাইরে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটি পরিদর্শন করেছেন।

আরও পড়ুন>

সেখানে ইউক্রেনীয় বাহিনী তিন সপ্তাহ আগে সীমান্ত পেরিয়ে প্রবেশ করে। রাশিয়া তাদের বের করে দেওয়ার জন্য লড়াই করছে।

গ্রোসি বলে, এখানে পারমাণবিক দুর্ঘটনার বিপদ বা আশঙ্কা দেখা দিয়েছে।

গ্রোসি আরও বলেছেন, আরবিএমকে টাইপ সুবিধাটি ইউক্রেনের চেরনোবিল প্ল্যান্টের মতো একই মডেলের, যেটি ১৯৮৬ সালে বিশ্বের সবচেয়ে খারাপ পারমাণবিক বিপর্যয়ের সাক্ষী হয়েছিল।

তিনি বলেন, পারমাণবিক উপাদান ধারণ করা চুল্লি একটি সাধারণ ছাদ দ্বারা সুরক্ষিত। ফলে এটি ভঙ্গুর অবস্থায় রয়েছে।

সুতরাং আমরা মনে করি এ ধরনের পারমাণবিক কেন্দ্রের পাশে যখন সমারিক কার্যক্রম চলে তা ঝুঁকিপূর্ণ।

সূত্র: আল-জাজিরা

এমএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।