কলকাতায় রাষ্ট্রপতি আবদুল হামিদ


প্রকাশিত: ০১:৪৮ পিএম, ২২ ডিসেম্বর ২০১৪

বাংলাদেশের রাষ্ট্রপতি আবদুল হামিদ দিল্লি থেকে কলকাতায় পৌঁছেছেন। সোমবার কলকাতার দমদম নেতাজী সুভাষ চন্দ্রবসু বিমানবন্দরে তাকে স্বাগত জানান রাজ্য সরকারের নগর উন্নয়ন মন্ত্রী ফিরাদ ববি হাকিম। পশ্চিমবঙ্গে তিনি দু`দিন অবস্থান করবেন বলে জানা গেছে।

বিকেল সাড়ে ৩ টায় রাষ্ট্রপতি আজমিরের খাজা মঈন উদ্দিন চিশতি (র.) এর মাজার যান এবং উপমহাদেশের ঐক্য ও শান্তির জন্য প্রার্থনা করেন।

মঙ্গলবার সকালে রাষ্ট্রপতি শান্তিনিকেতনে যাবেন। সেখানে তিনি রবীন্দ্রনাথের স্মৃতিবিজড়িত ভবন এবং রবীন্দ্র মিউজিয়াম ঘুরে দেখবেন। সফর শেষে মঙ্গলবার বিকেলে ঢাকা ফিরবেন রাষ্ট্রপতি।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার ৬ দিনের সফরে ভারতে যান রাষ্ট্রপতি আব্দুল হামিদ এডভোকেট।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।