ইয়েমেন উপকূলে নৌকাডুবি, ১৩ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৪:৪৮ পিএম, ২৫ আগস্ট ২০২৪

ইয়েমেন উপকূলে একটি নৌকাডুবির ঘটনা ঘটেছে। এতে ১৩ জন নিহত হয়েছেন। তাছাড়া এখনো নিখোঁজ রয়েছেন ১৪ জন। জাতিসংঘের অভিবাসন সংস্থা (আইওএম) এ তথ্য নিশ্চিত করেছে।

আইওএম রোববার (২৫ আগস্ট) এক বিবৃতিতে জানিয়েছে, ইউয়েমেনের তাইজ প্রশাসনিক এলাকার উপকূলে অভিবাসনপ্রত্যশীদের বহনকারী একটি নৌকা ডুবে গেছে।

বলা হয়েছে, নৌকাটি ২৫ ইথিওপিয়ান ও দুই ইয়েমেনি নাগরিককে নিয়ে জিবুতি থেকে রওনা হয়েছিল। এরপর এটি বানি আল-হাকাম সাব-জেলার দুবাব জেলার কাছে ডুবে গেছে।

আইওএম জানিয়েছে, নিখোঁজদের সন্ধানে অভিযান অব্যাহত রয়েছে। নিহতের মধ্যে ১১ জন পুরুষ ও দুই নারী রয়েছেন।

তবে নৌকাটি ঠিক কি কারণে ডুবে গেছে তা এখনো অস্পষ্ট।

ইয়েমেনে আইওএম মিশনের ভারপ্রাপ্ত প্রধান ম্যাট হুবার বলেছেন, অভিবাসনপ্রত্যাশীরা এই পথে যে ঝুঁকির সম্মুখীন হয় এটি তার একটি স্পষ্ট প্রমাণ।

তিনি বলেন, এই বিপজ্জনক পথে অনেক বেশি মানুষ প্রাণ হারাচ্ছেন। অভিবাসনপ্রত্যাশীদের জীবন রক্ষার জন্য তিনি সমন্বিত উদ্যোগের কথাও বলেছেন।

সূত্র: আল-জাজিরা

এমএসএম

 

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।