চ্যানেল পাড়ি দিয়ে রেকর্ড সংখ্যক অভিবাসনপ্রত্যাশী যুক্তরাজ্যে

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৭:০৩ পিএম, ২২ আগস্ট ২০২৪
ইংলিশ চ্যানেল পাড়ি দেওয়া ঠেকাতে নজরদারি চালাচ্ছে ফ্রান্স পুলিশ। ছবি: এএফপি (ফাইল)

২০২৪ সালের প্রথমার্ধে রেকর্ড সংখ্যক অভিবাসনপ্রত্যাশী নৌকায় করে ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে যুক্তরাজ্যে পৌঁছেছে। বৃহস্পতিবার (২২ আগস্ট) দেশটির স্বরাষ্ট্রমন্ত্রণালয় এমন তথ্য জানিয়েছে।

পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের প্রথম ছয় মাসে ১৩ হাজার ৪৮৯ জন অভিবানপ্রত্যাশী ঝুঁকিপূর্ণ চ্যানেল পাড়ি দিয়ে যুক্তরাজ্যে গেছে, যা বার্ষিকভিত্তিতে ১৮ শতাংশ বেশি ও প্রথম ছয় মাসে অতীতের যে কোনো সময়ের চেয়ে রেকর্ড।

আরও পড়ুন>

২০২৩ সালের জানুয়ারি থেকে জুনে এই পথ পাড়ি দিয়ে ছিল ১১ হাজার ৪৩৩ জন অভিবাসনপ্রত্যাশী।

এমন পরিসংখ্যান যুক্তরাজ্যের নতুন লেবার সরকারের জন্য চ্যালেঞ্জের একটি সংকেত। কারণ দেশটি এই সংখ্যা কমিয়ে আনার চেষ্টা করছে। তাছাড়া এ বিষয়ে যুক্তরাজ্যের নাগরিকদের মধ্যে অস্বস্তি রয়েছে।

এই পরিসংখ্যান এমন এক সময় প্রকাশ করা হলো যখন এক সপ্তাহ আগে দেশটিতে অভিবাসনবিরোধী ব্যাপক বিক্ষোভ ও সহিংসতা হয়েছে।

গত ২৯ জুলাই যুক্তরাজ্যের সাউথপোর্টে তিন শিশুকে হত্যার ঘটনা ঘটে। হত্যার জন্য মুসলিম এক অভিবাসী দায়ী বলে গুজব ছড়ানো হয়। এরপরই শুরু হয় সহিংসতা। চলে বেশ কিছু দিন।

সূত্র: এএফপি

এমএসএম

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।