প্রধানমন্ত্রীর শঙ্কা

বাংলাদেশের মতো সরকার পতনের আন্দোলন হতে পারে কম্বোডিয়ায়

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৫:৫৮ পিএম, ১৮ আগস্ট ২০২৪
কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন মানেত। ফাইল ছবি: এএফপি

বাংলাদেশ থেকে অনুপ্রাণিত হয়ে কম্বোডিয়াতেও সরকার পতনের আন্দোলন শুরু হতে পারে বলে আশঙ্কা করছেন দেশটির প্রধানমন্ত্রী হুন মানেত। তিনি বলেছেন, মানুষ মতপ্রকাশের স্বাধীনতা উপভোগ করতে পারে। কিন্তু সেই স্বাধীনতা ব্যবহার করে বিশাল গণবিক্ষোভের আয়োজন করা উচিত নয়।

সম্প্রতি রাজধানী নম পেনে ব্যবসায়ীদের সঙ্গে এক বৈঠকে এসব কথা বলেছেন কম্বোডিয়ার প্রধানমন্ত্রী। এসময় তিনি বাংলাদেশে সাম্প্রতিক বিক্ষোভ এবং তার জেরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ করে দেশ ছেড়ে পালানোর ঘটনা উল্লেখ করেন।

হুন মানেত বলেন, আমি কম্বোডিয়ায় এ ধরনের পরিস্থিতি দেখতে চাই না।

আরও পড়ুন>>

কম্বোডিয়ান প্রধানমন্ত্রীর দাবি, তিনি তার দেশে অস্থিতিশীলতা রোধ করতে চান, বিশেষ করে নম পেনে।

উপস্থিত অতিথিদের উদ্দেশে তিনি বলেন, কম্বোডিয়ায় যারা আগুন জ্বালানোর চেষ্টা করবে এবং বাংলাদেশের মতো বিক্ষোভের জন্য চাপ দেবে, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করলে সরকারকে স্বৈরশাসক বলে অভিযুক্ত করবেন না।

২০২৩ সালের আগস্টে কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হন তরুণ নেতা হুন মানেত। তার আগে ওই চেয়ারে বসে টানা কয়েক দশক দেশশাসন করেছেন মানেতের বাবা হুন সেন।

সূত্র: রেডিও ফ্রি এশিয়া
কেএএ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।