পাকিস্তানে স্বাধীনতা দিবস উদযাপনে ফাঁকা গুলি, আহত ৯৫

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৬:০২ পিএম, ১৪ আগস্ট ২০২৪
প্রতীকী ছবি

পাকিস্তানে স্বাধীনতা দিবস উদযাপনে আকাশের দিকে ফাঁকা গুলি ছোড়ার ঘটনায় এক শিশুর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও অন্তত ৯৫ জন। হাসপাতাল কর্মকর্তাদের সূত্রে বুধবার (১৪ আগস্ট) এ তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম ডন।

দক্ষিণ এশীয় দেশটিতে স্বাধীনতা দিবস এবং নববর্ষের প্রাক্কালে শূন্যে গুলি চালানো একটি নিয়মিত ঘটনা। এতে প্রায়শই ডজন ডজন মানুষ আহত হওয়ার খবর পাওয়া যায়। যদিও অতীতে এ ধরনের উদযাপন নিষিদ্ধ করেছিল পাকিস্তানি সরকার।

আরও পড়ুন>>

পুলিশ সার্জন ডা. সুমাইয়া সৈয়দের জারি করা এক বিবৃতিতে বলা হয়েছে, ফাঁকা গুলিতে আহত অন্তত ৯৫ জন করাচির তিনটি বড় হাসপাতালে ভর্তি হয়েছেন। এদের মধ্যে আব্বাসী শহীদ হাসপাতালে ২৫ জন পুরুষ এবং নয়জন নারী আহত অবস্থায় ভর্তি হন, যাদের বয়স ছয় থেকে ৬৫ বছরের মধ্যে।

এছাড়া, শহীদ মোহতারমা বেনজির ভুট্টো (এসএমবিবি) ট্রমা সেন্টারে চিকিৎসা নিচ্ছেন আহত ২২ জন। তাদের বয়স ছয় থেকে ৫৫ বছরের মধ্যে।

ডা. সুমাইয়া জানিয়েছেন, এসএমবিবি ট্রমা সেন্টারে চিকিৎসাধীন একজনের অবস্থা গুরুতর। তিনি আরও নিশ্চিত করেছেন, এই ঘটনায় একটি শিশু মারা গেছে।

পুলিশের এক বিবৃতিতে বলা হয়েছে, এ মামলায় সন্দেহভাজন একজনকে গ্রেফতার করা হয়েছে।

কেএএ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।