রাশিয়ায় ঢুকে হামলা, পুতিনের জন্য ‌‌‌‌‌‌‌উভয় সংকট: বাইডেন

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১২:০৪ পিএম, ১৪ আগস্ট ২০২৪
ছবি: এএফপি (ফাইল)

রাশিয়ার কুরস্ক অঞ্চলে হামলা অব্যাহত রেখেছে ইউক্রেনের সেনাবাহিনী। ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে এসব হামলা চালানো হচ্ছে। এর আগে সীমান্ত দিয়ে রাশিয়ার অভ্যন্তরে ঢুকে পড়ে ইউক্রেনীয় বাহিনী। ক্রমেই তারা রাশিয়ার আরও অভ্যন্তরে প্রবেশ করছে। চলছে লড়াই।

এমন ঘটনাকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের জন্য উভয় সংকট বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

আরও পড়ুন>

বুধবার (১৪ আগস্ট) আঞ্চলিক ভারপ্রাপ্ত গভর্নর জানিয়েছেন, কুরস্কে রাশিয়ার চারটি ক্ষেপণাস্ত্র ধ্বংস করা হয়েছে। পুরো অঞ্চলেই রাতে রেড অ্যালার্ট জারি করা হয়।

এদিকে কিয়েভে জানিয়েছে, রাশিয়ার কুরস্ক অঞ্চলের ৭৪টি সেটেলমেন্টের নিয়ন্ত্রণ নেওয়া হয়েছে। এক সপ্তাহ আগে সীমান্ত দিয়ে রাশিয়ার অভ্যন্তরে ঢুকে পড়ে হাজার হাজার সেনা।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, সম্ভাব্য আলোচনার আগে কিয়েভের অবস্থান শক্ত করা ও রাশিয়ার অগ্রযাত্রাকে ধীর করার লক্ষ্যে এই হামলা চালানো হয়েছে।

মনে করা হচ্ছে, ইউক্রেনের এমন পদক্ষেপে যুদ্ধের গতিপথ পরিবর্তন হতে পারে। ২০২২ সালে ইউক্রেনে পূর্ণমাত্রায় হামলায় চালায় রাশিয়া। এরপর রাশিয়ার বেশ কিছু অঞ্চলের দখল করে মস্কো।

সূত্র: আল-জাজিরা

এমএসএম

 

 

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।