যুক্তরাজ্যে সহিংসতার পর এক হাজারের বেশি গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১০:৪৮ এএম, ১৪ আগস্ট ২০২৪
ফাইল ছবি

যুক্তরাজ্যে তিন শিশুকে হত্যার ঘটনাকে কেন্দ্র করে সহিংসতার পর অন্তত এক হাজারে বেশি গ্রেফতার করা হয়েছে। তারা বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিল। বিশেষ করে অভিবাসনপ্রত্যাশী ও মুসলিমদের ওপর হামলার ঘটনা ঘটে। আগুন ধরিয়ে দেওয়া হয় বিভিন্ন স্থাপনায়।

গত ২৯ জুলাই যুক্তরজ্যের সাউথপোর্টে তিন শিশুকে হত্যার ঘটনা ঘটে। হত্যার জন্য মুসলিম এক অভিবাসী দায়ী বলে গুজব ছড়ানো হয়। এরপরই শুরু হয় সহিংসতা। চলে বেশ কিছু দিন।

আরও পড়ুন>

ইংল্যান্ডের পাশাপাশি সহিংসতা ছড়িয়ে পড়ে উত্তর আয়ারল্যান্ডেও। তবে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার উদ্যোগের পর থেকেই অস্থিতিশীলতা কমতে থাকে।

এরই মধ্যে অনেককে কারাগারে পাঠানো হয়েছে। তাছাড়া দীর্ঘমেয়াদি কারাদণ্ডও দেওয়া হয়েছে।

ন্যাশনাল পুলিশ চিফ কাউন্সিল তার সবশেষ আপডেটে জানিয়েছেন, যুক্তরাজ্যজুড়ে এক হাজার ২৪ জনকে গ্রেফতার করা হয়েছে ও ৫৫৭ জনকে অভিযুক্ত করা হয়েছে।

সূত্র: রয়টার্স

এমএসএম

 

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।