যে কারণে নিউজিল্যান্ড ছাড়ছে মানুষ

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৪:৩৯ পিএম, ১৩ আগস্ট ২০২৪
নিউজিল্যান্ডের সংসদ ভবন, ফাইল ছবি

বেকারত্বের কারণে রেকর্ড সংখ্যক মানুষ নিউজিল্যান্ড ছাড়ছেন। দেশটিতে সুদের হার এখনো উচ্চ পর্যায়ে রয়েছে। অর্থনৈতিক প্রবৃদ্ধিতেও ধীর গতি।

মঙ্গলবার (১৩ আগস্ট) প্রকাশিত নিউজিল্যান্ডের পরিসংখ্যান বিভাগের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের জুনে শেষ হওয়া বছরে দেশটি থেকে এক লাখ ৩১ হাজার ২০০ মানুষ অন্যত্র চলে গেছে, যা অতীতের যে কোনো সময়ের তুলনায় বেশি। ছেড়ে যাওয়াদের মধ্যে অধিকাংশই অস্ট্রেলিয়া গেছেন।

আরও পড়ুন>

যদিও নেট মাইগ্রেশনের এখনো উচ্চ স্তরে রয়েছে। অর্থনীতিবিদরাও আশা করছেন, এই সংখ্যাও কমে আসবে। কারণ অর্থনীতির ধীর গতির করণে নিউজিল্যান্ডের প্রতি বিদেশি অভিবাসীদের আগ্রহ কমে যাবে।

প্রকাশিত তথ্যে দেখা গেছে, নিউজিল্যান্ড থেকে ছেড়ে যাওয়াদের মধ্যে ৮০ হাজার ১৪৭ জন নাগরিক রয়েছেন, যা করোনা মহামারির আগের তুলনায় দ্বিগুণ।

মেরিলি অ্যালেন বর্তমানে তার সঙ্গী ও ১৪ বছর বয়সী কন্যাকে নিয়ে ২০২৫ সালের প্রথম দিকে অস্ট্রেলিয়ার দ্বীপ রাজ্য তাসমানিয়ার হোবার্টে যাওয়ার পরিকল্পনা করছেন।

ডেন্টাল প্রশাসনে কাজ করা অ্যালেন বলেন, সেখানে এখন অনেক সুযোগ-সুবিধা। তাছাড়া সেখানে আমার পেশার চাহিদা রয়েছে। আমার অনেক বন্ধু রয়েছে যারা এরই মধ্যে অস্ট্রেলিয়া চলে গেছেন।

অর্থনীতিবিদরা জানিয়েছেন, দেশটিতে জীবনযাত্রার ব্যয় অনেক বেশি, রয়েছে সুদের উচ্চ হার ও বেকারত্ব।

সূত্র: রয়টার্স

এমএসএম

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।