ভূমিকম্পে কেঁপে উঠলো সিরিয়া-লেবানন

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১২:৫১ পিএম, ১৩ আগস্ট ২০২৪
ছবি: সংগৃহীত

ভূমিকম্পে কেঁপে উঠলো সিরিয়া এবং লেবানন। স্থানীয় সময় সোমবার (১২ আগস্ট) রাতে সিরিয়ার মধ্যাঞ্চলে ৫ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পটি আঘাত হানে। সে সময় প্রতিবেশী লেবাননেও ভূমিকম্প অনুভূত হয়েছে। দুদেশের সরকারি গণমাধ্যমের খবরে এ তথ্য জানানো হয়েছে। খবর গালফ নিউজের।

বেইরুত এবং দামেস্কে এএফপির সাংবাদিকরাও ভূমিকম্পের বিষয়টি নিশ্চিত করেছেন। জাতীয় ভূমিকম্প কেন্দ্রের প্রধান রায়েদ আহমেদের বরাত দিয়ে সানা নিউজ এজেন্সি জানিয়েছে, সোমবার স্থানীয় সময় রাত ১১টা ৫৬ মিনিটে সিরিয়ার হামা শহরের পূর্বাঞ্চলে ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৫।

তবে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, সিরিয়ায় আঘাত হানা ভূমিকম্পের মাত্রা ছিল ৫। এদিকে লেবাননের ন্যাশনাল নিউজ এজেন্সি জানিয়েছে, স্থানীয় সময় রাত ১১টা ৫৬ মিনিটে বেইরুত এবং অন্যান্য এলাকা ভূমিকম্প আঘাত হেনেছে।

এর আগে গত বছরের ফেব্রুয়ারিতে তুরস্ক এবং সিরিয়ায় ৭ দশমিক ৮ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্পে প্রায় ৬০ হাজার মানুষ নিহত হয়।

দামেস্কের তথ্য অনুযায়ী, সিরিয়ায় সরকার-নিয়ন্ত্রিত এলাকায় ভূমিকম্পে ১ হাজার ৪০০ জনের বেশি মানুষ নিহত হয়। এছাড়া দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলে ৪ হাজার ৫০০ জনের বেশি মানুষ নিহত হয়।

সোমবার সিরিয়ার তুর্কিশ-নিয়ন্ত্রিত উত্তরাঞ্চলে ভূমিকম্পের সময় অনেক বাসিন্দায় ভয়ে-আতঙ্কে নিজেদের বাড়ি-ঘর থেকে বেরিয়ে আসেন।

গত বছর দেশটির উত্তরাঞ্চলে আঘাত হানা ভূমিকম্পের কারণে ওই এলাকার মানুষ এখনও আতঙ্কিত। দামেস্কের বাসিন্দা রোবা জানিয়েছেন, সাম্প্রতিক ভূমিকম্পের সময় গত বছরের ভূমিকম্পের সময়কার ভয়াবহ স্মৃতির কথা মনে পড়েছে।

টিটিএন

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।