আর্জেন্টিনায় সুন্দরী প্রতিযোগিতা বন্ধ


প্রকাশিত: ০৭:৪৬ এএম, ২২ ডিসেম্বর ২০১৪

চিবিলকয় নামে আর্জেন্টিনার একটি শহর সেখানে সুন্দরী প্রতিযোগিতা নিষিদ্ধ করেছে। এটিই দেশটির মধ্যে প্রথম কোনো শহর যেটি সুন্দরী প্রতিযোগিতা নিষিদ্ধ করল। সোমবার বিবিসির অনলাইনে প্রকাশিত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

বুয়েন্স আয়ার্স অঞ্চলের চিবিলকয় নগর পরিষদ জানিয়েছে, সুন্দরী প্রতিযোগিতা মূলত যৌন বিষয়ক এবং এটি নারীর বিরুদ্ধে সহিসংতাকে উস্কে দেয়। এই প্রতিযোগিতা শারীরিক সৌন্দর্যকে বেশি প্রাধান্য দেয় এবং বুলিমিরিয়া ও অ্যারোনেক্সিয়ার মতো অসুস্থতা বৃদ্ধি করে।

সুন্দরী প্রতিযোগিতায় জয়ীরা বেশিরভাগ সময়ই টেলিভিশনে তাদের ক্যারিয়ার শুরু করে। লাতিন আমেরিকার বিভিন্ন টেলিভিশন ব্যক্তিত্বই এসব সুন্দরীরা। চিবিলকয় নগর পরিষদ জানিয়েছে, এখন থেকে সুন্দরী প্রতিযোগিতার পরিবর্তে কার্নিভাল মাস্ক প্রতিযোগিতা আয়োজন করা হবে ও স্বেচ্ছাসেবকদের পুরস্কার দেয়া হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।