ব্রাজিলে বিমান বিধ্বস্তে ৬২ আরোহী নিহত

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০১:৪২ এএম, ১০ আগস্ট ২০২৪
ব্রাজিলে বিমান বিধ্বস্ত/ছবি: রয়টার্স

ব্রাজিলে একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়েছে। এতে বিমানটিতে থাকা ৬২ জন আরোহীর সবাই নিহত হয়েছেন বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। খবর: সিএনএন’র।

শুক্রবার (৯ আগস্ট) প্লেনটি বিধ্বস্ত হয় বলে ভয়েপাস এয়ারলাইন্স এক বিবৃতিতে জানিয়েছে। এতে ৫৮ জন যাত্রী ও চারজন ক্রু ছিলেন।

উড়োজাহাজটি দেশটির পারানা রাজ্যের কাসকাভেল থেকে সাও পাওলো যাচ্ছিল। জিওলোকেশনের মাধ্যমে সিএনএন নিশ্চিত হয়েছে ভিনহেদো শহরের আবাসিক এলাকায় প্লেনটি বিধ্বস্ত হয়।

ব্রাজিলের প্রতিরক্ষা বিভাগ জানায়, বিধ্বস্ত হয়ে উড়োজাহাজটি একাধিক বাড়ির ওপর পড়ে। তবে ওই আবাসিক এলাকায় কেউ নিহত বা আহত হননি। 

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়েপড়া ভিডিওতে দেখা যায়, আবাসিক এলাকায় প্লেনটি বিধ্বস্ত হয়। এরপর ধূসর ধোঁয়া উপরে উঠতে থাকে।

এদিকে বিধ্বস্তের পরপরই উদ্ধাকারীরা ঘটনাস্থলে ছুটে যান। দেশটির কয়েকটি সংস্থা উদ্ধার অভিযানে যোগ দিয়েছে।

ইএ

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।