‘প্রতিবেশী দেশগুলোতে অস্থিতিশীলতা ভারতের জন্য উদ্বেগের’

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০২:১৭ পিএম, ০৯ আগস্ট ২০২৪
ভারতের চিফ অব ডিফেন্স স্টাফ বা প্রতিরক্ষা সর্বাধিনায়ক জেনারেল অনিল চৌহান /ছবি: সংগৃহীত

প্রতিবেশী দেশগুলোতে অস্থিতিশীলতা নিজ দেশের জন্য উদ্বেগের বিষয় বলে মন্তব্য করেছেন ভারতের চিফ অব ডিফেন্স স্টাফ বা প্রতিরক্ষা সর্বাধিনায়ক জেনারেল অনিল চৌহান। বৃহস্পতিবার (৮ আগস্ট) ভারতের রাজধানী নয়াদিল্লিতে দেশটির ব্যবসায়ীদের সংগঠন এফআইসিসিআই’র এক সম্মেলনে এই কথা বলেন তিনি।

ভারতের প্রতিরক্ষা সর্বাধিনায়কের এই মন্তব্য এমন এক সময়ে এলো যখন, বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতা চলছে।

অনিল চৌহান বলেন, জম্মু-কাশ্মীরে পাকিস্তানের প্রক্সি যুদ্ধ, যেটির হঠাৎ বৃদ্ধি পাওয়া প্রবণতা আমরা পীর পাঞ্জালের দক্ষিণে দেখতে পাচ্ছি। অন্যদিকে, চীনের সঙ্গে দীর্ঘায়িত সীমান্ত বিরোধ ভারতের দুটি প্রধান নিরাপত্তা চ্যালেঞ্জ। আমাদের প্রতিবেশী দেশগুলোতে অস্থিতিশীলতার আমাদের জাতির জন্য আরেকটি উদ্বেগের বিষয়।

আরও পড়ুন: 

বৈশ্বিক ভূরাজনীতি বর্তমানে নিরন্তর পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে উল্লেখ করে অনিল চৌহান বলেন, আমি বিশ্বাস করি, আমরা বৈশ্বিক অস্থিতিশীলতার এক যুগের মধ্য দিয়ে যাচ্ছি। প্রযুক্তিগত, অর্থনৈতিক, পরিবেশগত বা জলবায়ু পরিবর্তন, জনসংখ্যা, অভিবাসন, শান্তি ও নিরাপত্তা— এসব বিষয়ে ব্যাপক অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছি।

তিনি আরও বলেন, বৈশ্বিক নিরাপত্তা পরিবেশ আসলে দুটি বড় যুদ্ধের কারণে পরিবর্তিত হয়েছে। যা কেবল তীব্রই নয়, ব্যাপকভাবে দীর্ঘায়িত হয়েছে। বিশ্বের অন্যান্য অংশেও বিশেষ করে, মিয়ানমার, সুদান, কঙ্গোতেও যুদ্ধ চলছে। লিবিয়া, সিরিয়া, ইয়েমেন ও আর্মেনিয়ার যুদ্ধ হয়তো আপাতত থেমে গেছে, কিন্তু শান্তি বা স্থায়ী শান্তি এখনো প্রতিষ্ঠিত হয়নি। বলা যায়, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে বিশ্বের অস্তিত্ব সবচেয়ে সহিংস ঝুঁকির মুখে অবস্থান করছে।

সূত্র: রয়টার্স

এসএএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।