বিশ্ব বাজারে কমেছে জ্বালানি তেলের দাম

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৪:৫৭ পিএম, ০৮ আগস্ট ২০২৪
ফাইল ছবি

দুই দিন বৃদ্ধির পর বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম সামান্য কমেছে। এর আগে চলতি সপ্তাহের শুরুতে তেলের দাম কমে ২০২৪ সালের মধ্যে সর্বনিম্ন হয়।

বৃহস্পতিবার (৮ আগস্ট)) দেখা গেছে, ব্রেন্ট ক্রুডের দাম ১৬ সেন্ট বা শূন্য দশমিক দুই শতাংশ কমে ৭৮ দশমিক ১৭ ডলারে দাঁড়িয়েছে। এদিন ওয়েস্ট টেক্সাস ইন্টার মিডিয়েটের দাম ৯ সেন্ট বা শূন্য দশমিক ১২ শতাংশ কমে ৭৫ দশমিক ১৪ ডলার হয়েছে।

আরও পড়ুন>

গত সোমবার তেলের দাম ব্যাপকভাবে কমার পর বুধবার ব্রেন্ট ক্রুডের দাম বাড়ে দুই দশমিক ৪ শতাংশ ও ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের দাম বাড়ে ২ দশমিক ৮ শতাংশ।

বিশ্লেষকরা জানিয়েছেন, দুর্বল অর্থনৈতিক কার্যক্রমের মধ্যেও তেলের চাহিদা এখনো ইতিবাচক রয়েছে। তাছাড়া মধ্যেপ্রাচ্যে রয়েছে উত্তেজনা।

বিশেষ করে হামাস নেতা ইসমাইল হানিয়াকে হত্যার পর প্রতিশোধের হুমকি দিয়ে আসছে ইরান ও হিজবুল্লাহ। এতে তেলের সরবরাহ নিয়ে ঝুঁকি তৈরি হয়। কারণ বিশ্বে সবচেয়ে বেশি তেলের উৎপাদন হয় মধ্যপ্রাচ্য অঞ্চলে।

সূত্র: রয়টার্স

এমএসএম

 

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।