বাংলাদেশে গণতন্ত্র রক্ষায় দ্রুত পদক্ষেপ চায় যুক্তরাজ্য

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪:৩৮ এএম, ০৬ আগস্ট ২০২৪
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার/ ছবি- সংগৃহীত

বাংলাদেশে গণতন্ত্র রক্ষায় দ্রুত পদক্ষেপ নেওয়া প্রয়োজন বলে মনে করে যুক্তরাজ্য।

সোমবার (৫ আগস্ট) দেশটির প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের এক মুখপাত্র এমন প্রতিক্রিয়া জানিয়েছেন। শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ার পর যুক্তরাজ্যের এ প্রতিক্রিয়া এলো।

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর মুখপাত্র লন্ডনে সাংবাদিকদের বলেন, ‘বিগত কয়েক সপ্তাহে বাংলাদেশে আমরা যে সহিংসতা দেখেছি, তাতে প্রধানমন্ত্রী স্টারমার গভীরভাবে শোকাহত। আমি আশা করি, (বাংলাদেশের) গণতন্ত্র সুরক্ষার জন্য এবং বাংলাদেশের মানুষের নিরাপত্তার ও শান্তি প্রক্রিয়া এগিয়ে নিতে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে।’

আইএইচআর/কেএসআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।