পাক সীমান্তে ভারতের লেজার প্রাচীর
পাকিস্তান-ভারত সীমান্ত এলাকায় পাঞ্জাবের কাছে এবার লেজার প্রাচীর দিয়েছে ভারত। পাক-ভারত সীমান্তের যেসব দুর্গম এলাকায় কাঁটাতার বসানো যায় না এ রকম ১২টি জায়গায় লেজারের বেড়া বসিয়ে দিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়।
দু’বছর আগে সীমান্তে লেজার প্রাচীর তৈরির প্রস্তাব দিয়েছিল বিএসএফ। বিএসএফ’র এক শীর্ষ কর্তা বলেন, ৮টি এলাকায় লেজার প্রাচীর ইতিমধ্যেই কাজ করতে শুরু করেছে। আরও ৪টি জায়গায় প্রাচীর তৈরির কাজ প্রায় সম্পূর্ণ।
উপগ্রহ নিয়ন্ত্রিত ব্যবস্থার মাধ্যমে লেজার দেওয়াল কাজ করছে। লেজার রশ্মি অতিক্রম করতে গেলেই সেন্সর সঙ্কেত পাঠিয়ে দিচ্ছে কম্যান্ড সিস্টেমে। কোনো এলাকায় অবৈধ গতিবিধি বা অস্বাভাবিকতা দেখা যাচ্ছে, তা নিখুঁতভাবে বলে দিচ্ছে এই সঙ্কেত। সঙ্গে সঙ্গে সেই এলাকা বিএসএফের নজরে চলে আসছে। আনন্দবাজার।
এসআইএস/বিএ