ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধের হুমকি
মধ্যপ্রাচ্যে আরও যুদ্ধবিমান মোতায়েন করবে যুক্তরাষ্ট্র
ইরানের রাজধানী তেহরানে হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়াকে হত্যার পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা বিরাজ করছে। কারণ ইরানসহ প্রতিরোধ সংগঠনগুলো ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধের হুমকি দিয়েছে।
এমন পরিস্থিতিতে পেন্টাগন জানিয়েছে, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র অতিরিক্ত যুদ্ধবিমান ও যুদ্ধ জাহাজ মোতায়েন করবে।
আরও পড়ুন>
এদিকে কাতারে হানিয়াকে দাফন করার পর লেবানন, ইয়েমেন ও জর্ডানে শোক মিছিল হয়েছে। হানিয়াকে শ্রদ্ধা জানাতেই এই মিছিলের আয়োজন করা হয়।
অন্যদিকে জাতিসংঘ জানিয়েছে, গত ৭ অক্টোবরের পর ইসরায়েলি হামলায় অবরুদ্ধ গাজার দুই-তৃতীয়াংশ ভবন ক্ষতিগ্রস্ত অথবা ধ্বংস হয়েছে।
তাছাড়া দখলদার বাহিনীর হামলায় নিহত হয়েছেন ৩৯ হাজার ৪৮০ ফিলিস্তিনি। আহত হয়েছেন ৯১ হাজার ১২৮ জন। হতাহতদের মধ্যে অধিকাংশই নারী ও শিশু।
শুক্রবার (২ আগস্ট) কাতারের সবচেয়ে বড় মসজিদ ইমাম মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাবে জানাজা শেষে লুসাইল রয়্যাল কবরস্থানে তার মরদেহ দাফন করা হয়।
এর আগে ইরানে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। সেখানে নেতৃত্ব দেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি।
সূত্র: আল-জাজিরা
এমএসএম