পশ্চিমবঙ্গ

রডের বদলে বাঁশ, ভেঙে পড়লো তিনতলা বাড়ি

পশ্চিমবঙ্গ প্রতিনিধি পশ্চিমবঙ্গ প্রতিনিধি
প্রকাশিত: ০৪:২৮ পিএম, ০২ আগস্ট ২০২৪

পশ্চিমবঙ্গের দক্ষিণাঞ্চলে চলছে অনবরত বৃষ্টি। অবিরাম বর্ষণের ফলে জলমগ্ন কলকাতাসহ পার্শ্ববর্তী শহরাঞ্চল।

ভারী বর্ষণের ফলে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই দেওয়া ১৫ বছরের এক বাড়ির ছাদ ভেঙে চাঁপা পড়ে এক কিশোরের মৃত্যু হয়েছে। মৃত কিশোরের নাম ধ্রুবজ্যোতি মন্ডল। তার বয়স ১৭ বছর। ঘটনাটি ঘটেছে কলকাতার বাগুইআটিতে।

বিজ্ঞাপন

আরও পড়ুন>

জানা গেছে, বৃহস্পতিবার রাতে হঠাৎ করে বাগুইআটির অশ্বিনীনগরে এক তিনতলা বাড়ির ছাদ ভেঙে পড়ে। এতে চাপাপড়ে ধ্রুবজ্যোতি মন্ডল। সেই সময় বাড়িতে তার পরিবারের কেউ ছিল না।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

স্থানীয় লোকজন খবর দেয় বাগুইআটি থানায়। ঘটনাস্থলে পুলিশ ও দমকল বাহিনী এসে উদ্ধার কাজ শুরু করে। উদ্ধার কাজে হাত লাগায় স্থানীয় লোকজনও। ধ্রুবজ্যোতি মণ্ডলকে উদ্ধার করে কলকাতার আরজিকর মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা ধ্রুবজ্যোতিকে মৃত বলে ঘোষণা দেন।

স্থানীয়রা জানিয়েছে, বাড়িটিতে কোনো লোহার কাঠামো ছিল না। লোহার কাঠামোর বদলে সেখানে বাঁশের কাঠামো দিয়ে ঢালাই করা হয়েছিল।

ডিডি/এমএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।