লেবাননে হিজবুল্লাহর শীর্ষ কমান্ডারকে হত্যার দাবি ইসরায়েলের
লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণ উপকণ্ঠে হামলা চালিয়ে হিজবুল্লাহর এক শীর্ষ কমান্ডারকে হত্যা করেছে ইসরায়েল। দাহিয়েহ শহরে লেবাননের সশস্ত্র গোষ্ঠীটির শক্তিশালী ঘাঁটিতে বিস্ফোরণে অন্তত একজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। খবর বিবিসির।
ইসরায়েলি সামরিক বাহিনী বলছে, তাদের গোয়েন্দাভিত্তিক নির্মূল অভিযানে যুদ্ধবিমান থেকে ফুয়াদ শোকরকে টার্গেট করা হয়। ইসরায়েলি কর্মকর্তাদের দাবি, তিনি ইসরায়েল-অধিকৃত গোলান মালভূমিতে রকেট হামলার জন্য দায়ী।
গত শনিবার (২৭ জুলাই) ইসরায়েলের দখলকৃত গোলান উপত্যকায় একটি রকেট হামলায় শিশুসহ ১২ জন নিহত হন। গত ৭ অক্টোবর হামাসের হামলার পর ইসরায়েলি দখলকৃত এলাকায় এটিই সবচেয়ে প্রাণঘাতী আক্রমণ। গোলান মালভূমির মাজদাল শামস নামের একটি গ্রামে একটি ফুটবল মাঠে চালানো ওই রকেট হামলায় আরও অন্তত ২৯ জন আহত হন। লেবাননে ইসরায়েলি হামলায় সশস্ত্র গোষ্ঠীর চার সদস্য নিহত হওয়ার পর এই হামলা চালানো হয়।
হিজবুল্লাহ ওই হামলায় জড়িত থাকার কথা অস্বীকার করেছে। এদিকে লেবাননে ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানিয়েছেন প্রধানমন্ত্রী নাজিব মিকাতি।
- আরও পড়ুন
- লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলের হামলা
- এবার সিরিয়ার বিমান প্রতিরক্ষা ঘাঁটিতে ইসরায়েলের হামলা
- ইসরায়েল-অধিকৃত গোলান মালভূমিতে রকেট হামলা, নিহত ১২
তিনি এই ঘটনাকে একটি অপরাধমূলক কাজ হিসেবে বর্ণনা করেছেন। বেসামরিক নাগরিকদের হত্যায় আক্রমণাত্মক এই অভিযানকে আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন বলেও উল্লেখ করেন তিনি।
অন্যদিকে হামলা চালানোর পর সামাজিক মাধ্যমে এক পোস্টে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট বলেছেন, হিজবুল্লাহ রেড লাইন অতিক্রম করেছে।
ফুয়াদ শোকর আসলেই ইসরায়েলের হামলায় নিহত হয়েছেন কি না সে বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি কারণ হিজবুল্লাহ এখনো কোনো বিবৃতি প্রকাশ করেনি। একজন ইসরায়েলি কর্মকর্তা সিবিএস নিউজকে নিশ্চিত করেছেন যে, ইসরায়েল বৈরুতে হামলার বিষয়টি যুক্তরাষ্ট্রকে জানিয়েছে। ফুয়াদ শোকরকে হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহর সিনিয়র উপদেষ্টা বলে মনে করা হয়।
টিটিএন