ভিডিও ভাইরাল

শ্রেণিকক্ষে শিক্ষিকার ঘুম, বাতাস করছে শিক্ষার্থীরা

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৬:০১ পিএম, ২৯ জুলাই ২০২৪
ঘুমন্ত শিক্ষিকাকে বাতাস করছে শিক্ষার্থীরা। ছবি: সংগৃহীত

ক্লাসরুমের মেঝেতে শুয়ে ঘুমাচ্ছেন শিক্ষিকা। আর তাকে হাতপাখা দিয়ে বাতাস করছে ছোট ছোট শিক্ষার্থীরা। ঘুমন্ত শিক্ষিকাকে ছাত্রীদের বাতাস করার সেই ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

জানা গেছে, ঘটনাটি ঘটেছে ভারতের উত্তর প্রদেশের আলিগড়ে। একটি প্রাথমিক বিদ্যালয়ে ক্যামেরাবন্দি সেই দৃশ্য ভাইরাল হতেই সমালোচনার ঝড় উঠেছে।

আরও পড়ুন>>

দুই মিনিটের ওই ভিডিওতে দেখা যায়, ক্লাসরুমের মেঝেতে মাদুর বিছিয়ে শুয়ে রয়েছেন শিক্ষিকা। তাকে পালা করে হাতপাখা দিয়ে বাতাস করছে কয়েক শিক্ষার্থী। শিক্ষিকার ঘুমে যাতে ব্যাঘাত না হয়, তার জন্য বাকি শিক্ষার্থীরা চুপচাপ বসেছিল।

ভিডিওটি ভাইরাল হতেই সমালোচনার ঝড় ওঠে। জেলা শিক্ষা কর্মকর্তা রাকেশ কুমার সিং জানিয়েছেন, ঘটনার তদন্ত শুরু হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে ওই শিক্ষিকার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

সূত্র: দ্য ওয়াল
কেএএ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।