পার্টি করে বিয়েবিচ্ছেদ উদযাপন পাকিস্তানি নারীর, ভিডিও ভাইরাল
বিয়েবিচ্ছেদের দুঃখে ঘরের কোণে মন মরা হয়ে বসা থাকা নয়, লোকে কী ভাববে তা ভেবে নিজেকে বিচ্ছিন্ন করে রাখা নয়। বরং ঢাক-ঢোল পিটিয়ে নিজের বিয়েবিচ্ছেদের কথা জানাতে পরিচিতদের নিয়ে পার্টির আয়োজন করলেন পাকিস্তানী এক তরুণী!
সেই পার্টিতে বেগুনি লেহেঙ্গা পরে বলিউডের গানের তালে নাচলেনও। স্টেজের ব্যাক স্ক্রিনে লেখা, ‘ডিভোর্স মুবারক’! এরই মধ্যে নেটদুনিয়ায় ঝড় তুলেছে তার কাণ্ড।
Pakistani woman residing in the US throws a party to celebrate her divorce.
— The NewsWale (@TheNewswale) July 26, 2024
pic.twitter.com/om7l0b9yxt
এই তরুণী অবশ্য পাকিস্তানে থাকেন না। তার পৈতৃক ঠিকানা ইসলামাবাদে হলেও তিনি বসবাস করেন যুক্তরাষ্ট্রে। তার কথায়, যে মানুষটার সঙ্গে একদণ্ড মনের মিল হয় না, লোকচক্ষুর ভয়ে কেন সারাজীবন তার সঙ্গে থাকতে হবে? সমাজের প্রচলিত ধারণাকে আঘাত করতেই পার্টির মাধ্যমে তালাক মুবারকের আয়োজন। তবে কী কারণে তিনি বিয়েবিচ্ছেদের মতো এমন চরম পদক্ষেপ নিলেন, তা স্পষ্ট করেননি।
পাকিস্তানের শরিয়া আইন অনুযায়ী, একজন নারী ডিভোর্স বা বিয়েবিচ্ছেদের জন্য আবেদন করতে পারেন না। তবে স্বামীর অনুমতি ছাড়া দুই পরিবারের সদস্যদের নিয়ে আলোচনার মাধ্যমে বিয়ে ভেঙে দিতে পারেন। ‘খুলা’ নামে পরিচিত এই রীতির ক্ষেত্রে সংশ্লিষ্ট নারীকে অবশ্য সুনির্দিষ্ট কারণ দেখাতে হয়।
সদ্য বিচ্ছেদ হওয়া ওই তরুণীর পোস্টে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন পাকিস্তানের একাধিক নাগরিক। একজন লিখেছেন, বিয়েবিচ্ছেদ একেবারেই উদযাপন করা উচিত নয়। হ্যাঁ, এটি আপনাকে একটি বিষাক্ত সম্পর্ক থেকে মুক্তি দেবে ঠিকই, সেই অর্থে এটি আপনার মানসিক স্বাস্থ্যের জন্যও ভাল। কিন্তু তাই বলে এভাবে বিচ্ছেদের উদযাপন শুরু হলে মানুষ বিয়ে করতে ভয় পাবে।
আরেক নেটিজেনের মন্তব্য, আমি আমার চোখকে বিশ্বাস করতে পারছি না। এই নারী নেচে-গেয়ে ও পার্টি করে বিচ্ছেদ উদযাপন করছেন! আমি ঠিক দেখছি তো!
অনেকের আবার প্রশংসাও কুড়িয়েছেন ওই তরুণী। এক নেটিজেন লিখেছেন, একদম সঠিক সিদ্ধান্ত! প্রাণ খুলে বাঁচাটাই জরুরি।
সূত্র: এনডিটিভি
এসএএইচ