বৈশ্বিক গড় তাপমাত্রায় দ্বিতীয় দিনের মতো রেকর্ড

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৫:১৩ পিএম, ২৪ জুলাই ২০২৪
বৈশ্বিক গড় তাপমাত্রায় রেকর্ড। ফাইল ছবি: এএফপি

দ্বিতীয় দিনের মতো রোববার (২১ জুলাই) রেকর্ড তাপমাত্রার সাক্ষী হয় বিশ্ব। এর পরের দিন সোমবারও তাপমাত্রার রেকর্ড হয়।

কোপারনিকাস ক্লাইমেট চেঞ্জ সার্ভিসের তথ্য অনুযায়ী, এদিন বিশ্বের গড় তাপমাত্রা বেড়ে ১৭ দশমিক ১৫ ডিগ্রিতে দাঁড়ায়, যা আগের দিনের চেয়ে শূন্য দশমিক শূন্য ৬ ডিগ্রি বেশি। ১৯৪০ সাল থেকে সংস্থাটি এ ধরনের তাপমাত্রা ট্র্যাকিং করছে।

আরও পড়ুন>

২০২৩ সালের জুলাই মাসে ধারাবাহিকভাবে চার দিন রেকর্ড তাপমাত্রার সাক্ষী হয় বিশ্ব। এর আগে ২০১৬ সালের আগস্টে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়।

সাম্প্রতিক সময়ে জাপান, ইন্দোনেশিয়া ও চীনে রেকর্ড তাপমাত্রা রেকর্ড হয়। মধ্যপ্রাচ্যের দেশগুলোতেও একই অবস্থা দেখা যায়। তাছাড়া ইউরোপের কিছু অংশে তাপমাত্রা ৪৫ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছে।

বিজ্ঞানীরা জানিয়েছেন, জলবায়ু পরিবর্তনের কারণেই তাপমাত্রার এমন রেকর্ড হচ্ছে। তবে গ্রিন হাউজ গ্যাস নিঃসরণের পাশাপাশি এল নিনোও এক্ষেত্রে অবদান রাখছে।

সাধারত চার থেকে ১০ বছর পরপর এল নিনো পরিস্থিতি তৈরি হয়। এটি সৃষ্টি হলে বিশ্বজুড়ে তাপমাত্রা বৃদ্ধি পায় এবং কোনো কোনো এলাকায় খরাও দেখা দেয়।

সূত্র: রয়টার্স

এমএসএম

 

 

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।