আমিরাতে ৫৭ বাংলাদেশির দীর্ঘ মেয়াদে কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০২:২৪ পিএম, ২৪ জুলাই ২০২৪
ফাইল ছবি

নিজ দেশের সরকারের বিরুদ্ধে বিক্ষোভ দেখানোর কারণে সংযুক্ত আরব আমিরাতে ৫৭ বাংলাদেশিকে দীর্ঘ মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। দেশটির একটি আদালত এই রায় দিয়েছেন।

গত শুক্রবার আমিরাতের বেশ কয়েকটি রাস্তায় ‘দাঙ্গায় উসকানি ও জড়ো হওয়ার’ অপরাধে অন্তত তিনজনকে যাবজ্জীবন, ৫৩ জনকে ১০ বছর ও একজনকে ১১ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

আমিরাতের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ডব্লিউএএম জানিয়েছেন, কারাদণ্ড ভোগের পর তাদের নিজ দেশে প্রত্যাবাসন করা হবে।

একজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, বাংলাদেশ সরকারের বিরুদ্ধে এসব বিক্ষোভকারীরা দেশটির বিভিন্ন সড়কে বড় ধরনের মিছিল করে।

সংযুক্ত আরব আমিরাতে যে কোনো ধরনের বিক্ষোভ অবৈধ। দেশটির মোট জনসংখ্যার ৯০ শতাংশই বিদেশি। এক্ষেত্রে বাংলাদেশ তৃতীয় বৃহত্তম দেশ।

এ বিষয়ে বাংলাদেশ সরকার এখনো কোনো প্রতিক্রিয়া জানায়নি। তবে দুবাইতে অবস্থিত বাংলাদেশি কনস্যুলেট থেকে নাগরিকদের স্থানীয় আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান জানানো হয়েছে।

সূত্র: বিবিসি, আল-জাজিরা

এমএসএম/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।