সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ১৭ জুলাই ২০২৪

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৯:৩৮ পিএম, ১৭ জুলাই ২০২৪

বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য-

কোটা আন্দোলনকারীদের সহিংসতা থেকে রক্ষার আহ্বান জাতিসংঘের
কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের যেকোনো ধরনের সহিংসতা থেকে রক্ষার জন্য বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছে জাতিসংঘ। তারা বলেছে, শান্তিপূর্ণ প্রতিবাদের অধিকার নিশ্চিত করা উচিত বাংলাদেশ সরকারের।

বিশ্ব মিডিয়ায় গুরুত্ব পাচ্ছে বাংলাদেশে কোটা আন্দোলনে সহিংসতা
বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলনে সহিংসতার খবর গুরুত্ব দিয়ে প্রচার করছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো। আল-জাজিরা, বিবিসি, রয়টার্স, দ্য গার্ডিয়ান, আনাদোলু এজেন্সি, অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) মতো প্রভাবশালী সংবাদমাধ্যম ও বার্তা সংস্থাগুলোর ওয়েবসাইট, ইউটিউব চ্যানেল ও সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলোতে প্রচার করা হচ্ছে কোটা সংস্কার আন্দোলনের খবর।

এক ঘণ্টায় ৪৮ ফিলিস্তিনিকে হত্যা
গাজাজুড়ে হামলা তীব্র করেছে ইসরায়েলি বাহিনী। এতে হতাহতের সংখ্যা লাফিয়ে বাড়ছে। মঙ্গলবার (১৬ জুলাই) অবরুদ্ধ উপত্যকাটিতে এক ঘণ্টারও কম সময়ের মধ্যে বিমান হামলা চালিয়ে অন্তত ৪৮ ফিলিস্তিনিকে হত্যা করা হয়েছে।

ওমান উপকূলে ট্যাঙ্কারডুবি, ১৩ ভারতীয় নিখোঁজ
ওমান উপকূলে একটি তেলের ট্যাঙ্কার ডুবে গেছে। সেই ট্যাঙ্কারে ছিলেন ১৬ জন নাবিক। তাদের মধ্যে ১৩ জনই ভারতীয়। ট্যাঙ্কার ডুবে যাওয়ার পর থেকেই নিখোঁজ সবাই।

থাইল্যান্ড ভ্রমণে ভিসা লাগবে না ৯৩ দেশের নাগরিকের
পর্যটনখাতকে আরও চাঙা করতে ভিসামুক্ত দেশের তালিকা বাড়িয়ে ৯৩টি করেছে থাইল্যান্ড। এসব দেশের নাগরিকরা এখন থেকে ভিসা ছাড়াই দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটি ভ্রমণ করতে পারবে।

জাপান/ প্রতি ১০ তরুণ-তরুণীর মধ্যে একজন প্রকাশ্যে যৌন হয়রানির শিকার
জাপানে প্রতি ১০ তরুণ-তরুণীর মধ্যে একজন প্রকাশ্যে যৌন হয়রানির শিকার। তবে তাদের মধ্যে অধিকাংশই নারী। ট্রেন ও অন্যান্য স্থানে এই যৌন হয়রানির ঘটনা ঘটে। দেশটির সরকারি একটি জরিপে এমন তথ্য উঠে এসেছে।

ট্রাম্পকে হত্যাচেষ্টায় ইরানকে জড়ানোর চেষ্টা!
সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইরান হত্যার ষড়যন্ত্র করছিল দাবি করে মার্কিন মিডিয়ায় যে খবর প্রকাশিত হয়েছে, তার তীব্র প্রতিবাদ জানিয়েছে তেহরান। সম্প্রতি ট্রাম্পকে গুলি করে হত্যাচেষ্টার সঙ্গে ইরান কোনোভাবেই জড়িত নয় বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।

রাজ্যপালের বিরুদ্ধে মানহানিকর বক্তব্য নয়: মমতাকে হাইকোর্ট
রাজ্যপাল সি ভি আনন্দ বোসের বিরুদ্ধে কাউকে কোনো ধরনের অসম্মানজনক মন্তব্য না করতে নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্ট। আগামী ১৪ আগস্ট পর্যন্ত তার বিরুদ্ধে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীসহ কেউই কুরুচিপূর্ণ মন্তব্য করতে পারবেন না। মঙ্গলবার (১৬ জুলাই) এই নির্দেশনা দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি কৃষ্ণা রাও।

পাকিস্তানে ৩ দশমিক ৫ শতাংশ জিডিপি প্রবৃদ্ধির পূর্বাভাস
২০২৫ অর্থবছরে পাকিস্তানে ৩ দশমিক ৫ শতাংশ জিডিপি প্রবৃদ্ধির পূর্বাভাস দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল। মঙ্গলবার (১৬ জুলাই) আন্তর্জাতিক দাতা সংস্থাটি এই পূর্বাভাস দেয়। যদিও এক্ষেত্রে পাকিস্তানের লক্ষ্য ৩ দশমকি ৬ শতাংশ।

ওমানে হামলায় নিহতদের জাতীয়তা প্রকাশ
ওমানে বন্দুক হামলায় নিহতের সংখ্যা বেড়ে ছয়জনে দাঁড়িয়েছে। জানা গেছে, তাদের মধ্যে চারজন পাকিস্তানি ও একজন ভারতীয় রয়েছেন। তবে তিন হামলাকারীও নিহত হয়েছেন। দেশটির পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে।

কেএএ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।