ব্যাংককের এক হোটেল রুম থেকে ৬ মরদেহ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৮:৫৫ পিএম, ১৬ জুলাই ২০২৪
ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ। ছবি: এএফপি।

ব্যাংককের একটি হোটেল রুম থেকে ছয়জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১৬ জুলাই) থাইল্যান্ডের রাজধানীটিতে এ ঘটনা ঘটে।

ব্যাংকক পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, বিষক্রিয়ায় তাদের মৃত্যু হয়েছে।

বিকেল সাড়ে ৫টার দিকে পাথুম ওয়ান জেলার গ্র্যান্ড হায়াত ইরাওয়ান হোটেলের ঘটনার বিষয়ে লুম্পিনি পুলিশকে জানানো হয়।

আরও পড়ুন>

সেখানে গিয়ে পুলিশ তিন পুরুষ ও তিনজন নারীর মরদেহ উদ্ধার করে। দরজার সামনে তাদের লাগেজ পাওয়া গেছে।

পুলিশ সিসিটিভ ফুটেজ পরীক্ষা করছে ও তথ্য সংগ্রহ করতে সেখানের লোকদের জিজ্ঞাসাবাদ করছে।

প্রাথমিকভাবে জানা গেছে, নিহতদের ছয়জনই ভিয়েতনামের নাগরিক। তবে তাদের মধ্যে দুইজনের মার্কিন নাগরিকত্বও রয়েছে।

তাদের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি ও পরে নিশ্চিত হওয়া গেছে যে তারা বিষক্রিয়ায় মারা গেছেন। তবে তারা আত্মহত্যা করেছেন নাকি তাদের বিষপ্রয়োগ করে হত্যা করা হয়েছে তা এখনো পরিষ্কার নয়।

সূত্র: ব্যাংকক পোস্ট

এমএসএস

 

 

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।