বিশাল তেলের খনির সন্ধান পেলো কুয়েত

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৮:০৫ পিএম, ১৫ জুলাই ২০২৪
ছবি: সংগৃহীত

আরও একটি বড় জ্বালানি তেলের খনির সন্ধান পেয়েছে মধ্যপ্রাচ্যের দেশ কুয়েত। দেশটির জ্বালানি তেলের অনুসন্ধান, উত্তোলন ও বিপননকারী সরকারি প্রতিষ্ঠান কুয়েত পেট্রোলিয়াম করপোরেশনের (কেপিসি) কর্মকর্তা শেখ নাওয়াফ সৌদ নাসির এই তথ্য নিশ্চিত করেছেন।

রোববার (১৪ জুলাই) এক ভিডিওবার্তায় শেখ নাওয়াফ বলেন, পারস্য উপসাগর অঞ্চলে কুয়েতের ফাইলাকা দ্বীপে নতুন খনির সন্ধান পাওয়া গেছে। প্রায় ৯৬ বর্গকিলোমিটার আয়তনের এ খনিটিতে অন্তত ৩২০ কোটি ব্যারেল তেল রয়েছে বলে ধারণা করা হচ্ছে। এক ব্যারেলে ১৫৯ লিটার তেল থাকে।

তিনি আরও বলেন, এখন যেসব খনি রয়েছে সেগুলো থেকে বছরে কুয়েত যে পরিমাণ পেট্রোলিয়াম উৎপাদন করে, নতুন খনিটিতে তার তিনগুণেরও বেশি তেলের মজুত রয়েছে।

এক বিবৃতিতে কুয়েত পেট্রোলিয়াম করপোরেশন জানিয়েছে, প্রাথমিক অনুসন্ধানে অনুযায়ী, নতুন খনিটিতে ২১০ কোটি ব্যারেল পেট্রোলিয়াম ও ৫ লাখ ১০ হাজার কোটি ঘনফুট জ্বালানি গ্যাস রয়েছে। এই দুই জ্বালানি উপাদান মিলিয়ে খনিজ তেলের মোট পরিমাণ ধরা হয়েছে ৩২০ কোটি ব্যারেল।

উপসাগরীয় অঞ্চলের তেলসমৃদ্ধ অপর দুই দেশ সৌদি আরব-সংযুক্ত আরব আমিরাত জ্বালানি তেলের ওপর নির্ভরশীলতা কমাতে সম্প্রতি বিভিন্ন পদক্ষেপ নিলেও, কুয়েতের অর্থনীতি এখনো পুরোটাই পেট্রোলিয়ামের ওপর নির্ভরশীল। ধারণা করা হয়, শতকরা হিসেবে বিশ্বের মোট তেলের মজুতের ৪ শতাংশ রয়েছে এই দেশটিতে।

জ্বালানি তেল উত্তোলন ও রপ্তানিকারী দেশগুলোর জোট ওপেক প্লাসের তথ্য অনুসারে, এই মুহূর্তে কুয়েত বিশ্বের তৃতীয় বৃহত্তম জ্বালানি তেলের যোগানদাতা। দেশটি প্রতি বছর ১০৪ কোটি ব্যারেল তেল উত্তোলন করে।

সূত্র: রয়টার্স

এসএএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।